ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কোনো মুসলমানের নিকট কোনো কাফিরের হক থাকলে, কিয়মাতের দিন ঐ কাফিরের গোনাহ উক্ত মুসলমানকে বহন করতে হবে।
(২) অমুসলিমদের কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে।
شرط وقف الذمي أن يكون قربة عندنا وعندهم كالوقف على الفقراء أوعلى مسجد القدس۔(ردالمحتار،كتاب الوقف،مطلب قد يثبت الوقف بالضرورة،ج:6،ص:524)
وأما الإسلام فليس من شرطه فصح وقف الذمي بشرط كونه قربة عندنا وعنده۔ (البحرالرائق،كتاب الوقف،ج:5،ص:316)
(৩) অমুসলিমদের থেকে দ্বীনী কাজে টাকা নেওয়া যাবে।
৪) হিন্দুর কাছ থেকে টাকা ধার নিয়ে বই ক্রয় করা জায়েয হবে।
(৫) কোনো অমুসলিম যদি স্বেচ্ছায় দ্বীনী কাজে কিছু অর্থ-সম্পদ দিয়ে সহযোগিতা করে, তাহলে সেই দ্বীনী কাজের দুনিয়াবী কল্যাণ সে পাবে।তবে আখেরাতে কোনো সাওয়াব সে পাবে না।