আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
156 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (17 points)
আসসালামু আলাইকুম

১) আমরা জানি যে কাফিরদের জন্য পরকালে কোনো প্রতিদান নেই। ধরুন কোনো অমুসলিমের সাথে কোনো মুসলমান খারাপ ব্যবহার করেছে কিংবা ঋণ পরিশোধ বাকি আছে। তাহলে কিয়ামতের দিন সেই কাফিরের ঋণ কিভাবে পরিশোধ করা হবে? যেহেতু সে কাফির তাকেও কি ঋণ গ্রহীতার আমলনামা থেকে সাওয়াব দিতে হবে? সাওয়াব দিলেও তো সেই কাফির আর জান্নাতে যেতে পারবেনা। এক্ষেত্রে কিভাবে তার সাথে ইনসাফ করা হবে?

২) আর অমুসলিমদের থেকে টাকা ধার নেওয়া যাবে কি?

৩) অমুসলিমদের থেকে দ্বীনী কাজে টাকা নেওয়া যাবে কি?

৪) আমি একবার হিন্দুর থেকে টাকা ধার নিয়ে একটা বই আর আই ও এম এর কোর্সে ভর্তি হয়েছিলাম। এটা কি জায়েজ হয়েছে?
৫) কোনো অমুসলিম যদি স্বেচ্ছায় দ্বীনী কাজে কিছু অর্থ-সম্পদ দিয়ে সহযোগিতা করে সেই দ্বীনী কাজের সাওয়াব কি সেও পাবে?

1 Answer

0 votes
by (588,780 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

(১)
কোনো মুসলমানের নিকট কোনো কাফিরের হক থাকলে, কিয়মাতের দিন ঐ কাফিরের গোনাহ উক্ত মুসলমানকে বহন করতে হবে।

(২) অমুসলিমদের কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে। 

شرط وقف الذمي أن يكون قربة عندنا وعندهم كالوقف على الفقراء أوعلى مسجد القدس۔(ردالمحتار،كتاب الوقف،مطلب قد يثبت الوقف بالضرورة،ج:6،ص:524)
وأما الإسلام فليس من شرطه فصح وقف الذمي بشرط كونه قربة عندنا وعنده۔ (البحرالرائق،كتاب الوقف،ج:5،ص:316)


(৩) অমুসলিমদের থেকে দ্বীনী কাজে টাকা নেওয়া যাবে। 

৪) হিন্দুর কাছ থেকে টাকা ধার নিয়ে বই ক্রয় করা জায়েয হবে।

(৫) কোনো অমুসলিম যদি স্বেচ্ছায় দ্বীনী কাজে কিছু অর্থ-সম্পদ দিয়ে সহযোগিতা করে, তাহলে সেই দ্বীনী কাজের দুনিয়াবী কল্যাণ সে পাবে।তবে আখেরাতে কোনো সাওয়াব সে পাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (17 points)
reshown by
কোনো মুসলমানের নিকট কোনো কাফিরের হক থাকলে, কিয়মাতের দিন ঐ কাফিরের গোনাহ উক্ত মুসলমানকে বহন করতে হবে।
এ ক্ষেত্রে কি সেই মুসলমানকে কাফিরের জীবনের সব গোনাহ বহন করতে হবে? 
by (588,780 points)
সব গোনাহ বহন করতে হবে না, বরং হকের পরিমাণ অনুযায়ী বহন করা লাগতে পারে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 158 views
...