আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
133 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (17 points)
আসসালামু আলাইকুম
আমার যেকোনো বিষয়েই এক ধরণের ফ্যান্টাসি হয়।আখিরুজ্জামান বিষয় গুলো নিয়ে আরো বেশি ফ্যান্টাসি হয়। যেমন ইমাম মাহাদীর আগমন, গাজওয়াতুল হিন্দ, মালহামা, দাজ্জাল, ইয়াজুজ মাজুজের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন এই বিষয় গুলো নিয়ে।
বর্তমানের বৈশ্বিক পরিস্থিতি (যেমন ফিলিস্তিন আর হিজরাইয়েলের যুদ্ধ, মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ  গুলো দেখে মনে হচ্ছে উপরোক্ত বিষয়গুলো বোধ হয় খুব শীঘ্রই ঘটে যাবে। এই বিষয় গুলোর সাথে একেকটা কানেক্টেড। আমি এই বিষয় গুলো চিন্তা করতে করতে মনে হয় ডিপ্রেশনে চলে যাচ্ছি। ভবিষ্যতের কাজ করা গুলো বন্ধ করে দিতে ইচ্ছা করছে,

আমার প্রশ্ন

১) আর আমার কিছু ঋণ আছে যেইগুলা পরিশোধ করতে ১ বছরের মতো সময় লাগবে, কিন্তু আমার মনে হচ্ছে যে সেই ১ বছর সময় ও হয়তোবা আর পাবোনা তার আগেই সব শেষ, যেমন টেকনোলজি বন্ধ হওয়া, অর্থনৈতিক অবক্ষয় হয়ে গেলে আমি ঋণ পরিশোধ করবো কিভাবে, ঋণ নিয়ে মারা গেলে আমল দিতে হবে পাওনাদারদের এই বিষয় গুলো নিয়ে চিন্তায় আছি, অনেকটাই ডিপ্রেশনে আছি বলতে গেলে। এই বিষয় গুলো কিভাবে ভুলে থাকবো? কিভাবে সুস্থ স্বাভাবিক জীবন-যাপন করবো? দয়া করে জানাবেন?

1 Answer

0 votes
by (565,890 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোন বিষয়ে যুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোন দ্বীনার বা দিরহাম থাকবে না। সে দিন তার কোন সৎকর্ম না থাকলে তার যুলুমের পরিমাণ তা তার নিকট হতে নেয়া হবে আর তার কোন সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেয়া হবে।
(বুখারী শরীফ ২৪৪৯.৬৫৩৪) (আধুনিক প্রকাশনীঃ ২২৭০, ইসলামিক ফাউন্ডেশনঃ ২২৮৭)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে পরামর্শ থাকবে আপনি নিজের সাধ্য মতো আস্তে-ধীরে ঋণ পরিশোধ করবেন। এবং ঋণ দাতার সাথে আলোচনা করবেন,বলবেন যে যদি সম্পূর্ণ ঋণ পরিশোধ করার আগেই যদি আমি মারা যাই,বা দুনিয়ার অবস্থা যদি কঠিন আকারে মন্দের দিকে যায়,সেক্ষেত্রে আমি যদি ঋণ পরিশোধ করতে না পারি,একেবারে অক্ষম হয়ে যাই,আমাকে মাফ করে দিয়েন।

আশা করি তার সাথে আলোচনা করে কোন এক সিদ্ধান্তে উপনীত হলে আশা করি ডিপ্রেশন কেটে যাবে,ইনশাআল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (17 points)
শুধু ঋণ পরিশোধ নয়।
এই বিষয় গুলো নিয়ে অন্যান্য ফ্যান্টাসিও আসে, যেমন গাজওয়ায়ে হিন্দ শুরু হলে তখন কি করবো, কোথায় থাকবো। এই সেই হাবিজাবি চিন্তার কারণে বর্তমানের কাজে মনোযোগ আসেনা। এতো চিন্তার কারণে মেজাজ খিটখিটে হয়ে যায়, এইক্ষেত্রে কি করবো?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...