আসসালামু আলাইকুম
আমার যেকোনো বিষয়েই এক ধরণের ফ্যান্টাসি হয়।আখিরুজ্জামান বিষয় গুলো নিয়ে আরো বেশি ফ্যান্টাসি হয়। যেমন ইমাম মাহাদীর আগমন, গাজওয়াতুল হিন্দ, মালহামা, দাজ্জাল, ইয়াজুজ মাজুজের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন এই বিষয় গুলো নিয়ে।
বর্তমানের বৈশ্বিক পরিস্থিতি (যেমন ফিলিস্তিন আর হিজরাইয়েলের যুদ্ধ, মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ গুলো দেখে মনে হচ্ছে উপরোক্ত বিষয়গুলো বোধ হয় খুব শীঘ্রই ঘটে যাবে। এই বিষয় গুলোর সাথে একেকটা কানেক্টেড। আমি এই বিষয় গুলো চিন্তা করতে করতে মনে হয় ডিপ্রেশনে চলে যাচ্ছি। ভবিষ্যতের কাজ করা গুলো বন্ধ করে দিতে ইচ্ছা করছে,
আমার প্রশ্ন
১) আর আমার কিছু ঋণ আছে যেইগুলা পরিশোধ করতে ১ বছরের মতো সময় লাগবে, কিন্তু আমার মনে হচ্ছে যে সেই ১ বছর সময় ও হয়তোবা আর পাবোনা তার আগেই সব শেষ, যেমন টেকনোলজি বন্ধ হওয়া, অর্থনৈতিক অবক্ষয় হয়ে গেলে আমি ঋণ পরিশোধ করবো কিভাবে, ঋণ নিয়ে মারা গেলে আমল দিতে হবে পাওনাদারদের এই বিষয় গুলো নিয়ে চিন্তায় আছি, অনেকটাই ডিপ্রেশনে আছি বলতে গেলে। এই বিষয় গুলো কিভাবে ভুলে থাকবো? কিভাবে সুস্থ স্বাভাবিক জীবন-যাপন করবো? দয়া করে জানাবেন?