আসসালামু আলাইকুম শায়খ।
আমাদের একটি ফেইসবুক পেইজ আছে যেখানে নারীদের ব্রা, পেন্টি, নাইটি ইত্যাদি সেল করা হয়। মূলতঃ এটাই আমাদের বর্তমানে একমাত্র ইনকাম সোর্স। যাবতীয় নারীদের সাথে কথা বলা, পেইজের সকল কাজ আমি স্ত্রীই করি ।
আমাদের এর পিছনে নিয়ত হলো --
১. মুসলিম নারীরা যাতে দোকানে গিয়ে এসব কিনতে হেনস্থা না হয় ।
২. মুসলিমাহ নারী ও যাতে তার স্বামির সামনে আকর্ষণীয় ভাবে নিজেকে তুলে ধরতে পারে,স্বামীর মনের চাহিদা অনুযায়ী, এবং ফিতনা থেকে হিফাজত থাকে-- এজন্য আমরা নাইটি সেল করি।
৩. আমাদের জন্য হালাল রুজি জোগানো। ব্যাবসায় বারাকাহ বেশি যেহেতু।
৪. লাস্টলি, আমরা অন্য অনেক পেইজের চাইতে কম দাম রাখি, কারন খুব নরমাল জিনিশ অন্য বেদ্বীন পেইজ গুলিতে গলাকাটা দাম রাখছে দেখলে মন খারাপ হয়। মুসলিম ব্যবসায়ীর হাতে পণ্য থাকলে, বেশি ইনসাফ পাবে কাস্টমার রা -- এসকল কিছু মাথায় রেখে আনা।
এমত অবস্থায় --- ব্রা, পেন্টি, নাইটির ছবি পেইজে দেওয়া কি কোনো সমস্যা? কোনো নারী মডেল না, বরং খুঁজে খুঁজে ডলের গায়ে পরা ছবি কালেক্ট করে দেই । অনেক সময় ডল ছাড়াই প্লেইন রেখে ও ছবি তুলি। পুরুষ ফলোয়ার নিতান্তই কম আমাদের। নারীরাই ম্যাসেজ করেন সব সময়। তবু পাবলিক পোস্ট যেহেত, সবার জন্যই উন্মুক্ত।
ছবির কিছু উদাহরণ অ্যাটাচ করে দিচ্ছি, প্লীজ দয়া করে জানাবেন,এই ব্যাবসা এই পন্থায় কোনো সমস্যা আছে কিনা।