আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
১. ওস্তাদ আমরা কয়েকজন বন্ধু মিলে রমজান ভেবেছি ঘোল, মাঠা বিজনেস শুরু করবো, এখন বাংলাদেশের সবচেয়ে ভালো জায়গা থেকে মাল নিয়ে ব্যবসা করবো ভাবসি কিন্তুু আমি শুনলাম যে ওইখানে নাকি পুলিশ রেট দিয়ে নাকি সেগারিন, ও টিস্যু পাইছে এজন্য জরিমানা ও করে কিন্তুু ওইটা সব সময় এইরকম করে কি জানি না। সবাই ত তারপর খায় এইটা, খেতে অনেক ভালো এজন্য ও নামকরা মাঠা ও ঘোল, এখন এই মাঠা নিয়ে বিক্রি করে ব্যবসা করলে কি টাকা কি হালাল হবে??
২। এখন এই মাঠা নিয়ে বিক্রি করার সময় কেউ যদি জিজ্ঞাসা করে, এই মাঠায় কিছু মিক্সি করা আছে কিনা তখন কি বলে সেল করবো, এখন আমি ত দেখি নাই যে ওনারা কিছু মিক্সি করেছে কিনা বা যদি বলি এইটা ত হয়ত মিক্সি থাকতে পারে তাহলে কেউ নিবে না, জল
এখন কি বলে সেল করলে আমাদের গুনাহ হবে না। একটু বললে ওই অনুযায়ী বিক্রি করতাম, কারণ আমরা ত কিছু মিক্সি করি না।