আমি আমার মুদির দোকান থেকে রিচার্জের ব্যবসা করে থাকি। অনেক সময় বড় এমাউন্ট রিচার্জের মাধ্যমে নগদ ২০ টাকা অথবা ৫০ টাকা ইত্যাদি ক্যাশব্যাক দিয়ে থাকে। কথার কথা ৪০০ টাকা ২০ জিবি কিনলে নগদ ২০ টাকা ক্যাশ ব্যাক করবে। এখন ২০ জিবি এমবির মূল্য লেখা হচ্ছে ৪০০ টাকা। এটা ৪০০ টাকা দিয়ে পারচেজ করলে সে সাথে সাথে ২০ টাকা ক্যাশ ব্যাক করবে। এখন কি কাস্টমারের এই প্যাকেজ কিনার কারণে সেই কি ২০ টাকা পাওয়ার হকদার, নাকি ২০ টাকা আমি নিতে পারবো। যেহেতু প্যাকেজের মূল্য ৪০০ টাকায়। সে আমার মাধ্যমে আমার দোকান থেকে এসে প্যাকেজ টা নিয়েছে। এখন কি এই কেশবেক টা সে পাবে নাকি আমি পাবো। আর আমাকে তো কোম্পানি প্রতি এক হাজারে ৩০ টাকা করে কমিশন দিচ্ছে রিচার্জ এর জন্য। এখন মাঝেমধ্যে যেই ক্যাশব্যাকটা পাওয়া যায় এটার হকদার কে?