আসসালামু আলাইকুম ওয়া রহ মাতুল্লহি ওয়া বার কাতুহ
১/ আমি গ্রামের কিছু স্টুডেন্ট পড়াই। প্রত্যেকের ইনকাম সোর্স সম্পর্কে আমার জনা নেই।  কিন্তু কিছুদিন আগে  জানতে পারলাম আমার কয়েকটা স্টুডেন্ট , আমার মাসিক বেতন   তাদের সমীতি থেকে  তোলা টাকা থেকে আমাকে দেয়।
সমীতির সিস্টেম সম্পর্কে আমি  খুব বেশি জানি না। তবে আমার জানামতে এখান থেকে টাকা নিলে সেটা সুদ সমেত ফেরত দিতে হয়।  তারা যে সমিতির থেকে টাকা তুলে সেই টাকা থেকে আমাকে বেতন দিচ্ছেন,  আমার এই ইনকাম কি আমার জন্য  হালাল? যদি হালাল না
হয় তাহলে আমার কি করণীয়?
২/ উদাহরণস্বরূপ,  আমার কাছে ২০০০ টাকা আছে, যা হারাম উপায়ে  উপার্জন করেছিলাম । উপার্জন এর
উপায় যে হারাম ছিল, সেটা আমি জানতাম না। এখন বুঝতে পেরেছি যে এটা হারাম টাকা৷ এই টাকাটা কি
 আমি এখন ব্যাবহার করতে পারবো, মানে এটা কি
 আমার জন্য হালাল?  হারাম হলে কি করণীয়?এখন এই হারাম টাকা হালাল করার কি কোনো উপায় আছে?
 ৩/স্কুল, কলেজে  সরকার  যে মেধাবৃত্তি,উপবৃত্তি দিচ্ছে , এটা কি সবার জন্য হালাল?
৪/ গরু -ছাগল বর্গা দিয়ে, তা বিক্রির পর আসল টাকাসহ লাভের অর্ধেক বা লাভের ৩ভাগের এক ভাগ যদি  আমি নিই,  যে বর্গা নিয়েছিল তাকে যদি লাভের ১ভাগ বা ২ ভাগ দিই,  এটা কি আমার জন্য হালাল হবে? লাভের কতটুকু অংশ নেওয়া আমার জন্য হালাল?
উপার্জন  হালাল- হারাম কিভাবে হয়। এই বিষয়ে জানতে চাই।এমন কি কোনো বই আছে? থাকলে আমাকে বইয়ের নাম লেখকসহ  সাজেস্ট করবেন ইন শা আল্লাহ
আফওয়ান এতগুলো প্রশ্ন করার জন্য। আমার সব প্রশ্নের উওর দিবেন ইন শা আল্লাহ।  জাযাকাল্লাহু খইর