আসসালামু আলাইকুম,
১)আসরের ওয়াক্ত কখন শেষ হয়? কিছু জায়গায় শুনি যে আসরের ওয়াক্তের আগে ১৫ বা ২১ মিনিট নিষিদ্ধ সময় থাকে। এখন এই নিষিদ্ধ সময় কি সূর্যাস্ত হওয়ার কারণে হয়। এখন আসরের ওয়াক্ত কতটুকু সময় থাকে এবং নিষিদ্ধ সময় কখন শুরু হয়ে কখন শেষ হয় তা জানতে চাই?
২) সালাত আদায় করার সময় অনেক সময় ঘরের মানুষ কিছু হাস্যরসাত্নক কথা বলে বা তাদের কথোপকথন শুনে অনেকসময় হাসি আসে। হাসি যদি এমন হয় মুখ থেকে হাসির আওয়াজ বের হয় নাই, কিন্তুু চেহারায় কিছু হাসি অবস্থা। এখন ঠিক কতটুকু হাসি আসলে সালাত ভেঙে যাবে না?
৩) এশার ওয়াক্ত অনেক বড় থাকে। এখন কেউ ৯ টায় পড়লে যেই সওয়াব হয় সেই একই সওয়াব কি ১১ টায় পড়লেও হয়?
৪) বর্তমানে রাত ১১.৩০ এর আশেপাশে সময়ের পর থেকে এশা পড়লে কি সেটা কাযা হয়ে যাবে নাকি মাকরুহ হবে?
৫) মুদ্রাদোষ জনিত কারণে সালাত টালাত বা নামায টামায বললে কি কেউ কাফের হয়ে যাবে?
জাযাকাল্লাহু খাইরান।