আস্সালামুআলাইকুম হুজুর ,,
একজন ছেলে আমার থেকে ১৫ বছরের বড় হবেন ,তবে অনুমান করা যায়না ,দেখে খুবই কম বয়স মনেহয়,তারা অনেক প্রভাবশালী এবং অনেক সম্পদের অধিকারী,সে একজন softwere ইঞ্জিনিয়ার,,অনেক রূপবানও,তার কোনো হারাম সম্পর্ক ছিলোনা ,কেননা সে সর্বদা সফলতার পিছনেই ছুতে চলেছে ,তাই সেগুলোর সময় পায়নি,,এখন সে অনেক বড় একটা কোম্পানির মালিক,এবং বছরে কয়েকবার দেশের বাহিরে বিভিন্ন দেশে যান,হজ ও করেছেন ,,,তবে তিনি দুনিয়া নিয়ে ব্যস্ত ,,তার সব কিছুই আমাকে অত্যন্ত আকৃষ্ট করেছিল ,কিন্তু সে দ্বীনের প্রতি উদাসীন,,,প্রতিদিন মিটিং চলাকালীন আজান দিলেও তার সালাত আদায়ের খবর নেই। ...এরকম বেক্তিকে বিয়ে করা কি কি ঠিক হবে !? এটাওকি আমার জন্য পরীক্ষা !? দিনকে আগে অগ্রাধিকার দেওয়ার বেপারে !?
আমি যখন ক্লাস ৪ এ পড়ি তখন থেকেই উনি আমাকে চিনেন ,,উনি আমার বাবাকে ভাই বলে ডাকতেন ,তাই আমি আঙ্কেল বলতাম ,আমাকে উনি অনেক ছোটবেলা থেকেই দেখেছেন ,,আর আমিও,,আমার তো তখন দিনের বুঝ ছিলোনা ,,উনি আমাকে অনেক কার্টুন দেখাতেন,,অনেক আদর করতেন ,,কিন্তু এখন আমার বয়স ২০ ,,,আমার ছোটবেলা থেকেই তাকে খুব ভালো লাগতো ,তার অসাধারণ পার্সোনালিটি আমাকে বরাবরই মুগ্ধ করতো/করে ,,,কিন্তু আমি জানি আমার সব পাওয়াই যে ক্ষণস্থায়ী,,আমার কি সেই ছেলের সাথে বিবাহ করা ঠিক হবে !? সে তো দ্বীনদার না!!
আর যদি তাকে বিবাহ করা উচিত না হয় ,,তবে আমি কি করলে আমার অন্তর থেকে তারপ্রতি ভালোলাগাটা দূর করতে পারবো হুজুর !?
২)হুজুর এই জীবনে সব পেলেও তো ক্ষণস্থায়ী,,আমি মৃত্যুর পর যদি বেহেস্তে আল্লাহর কাছে আমার মনে মতো স্বামী চাই ,,যেরকমটা আমি কল্পনা করি ,,আল্লাহ কি আমাকে মৃত্যুর পরে তেমন স্বামী জান্নাতে দিবেন !?
৩)হুজুর আরেকটা প্রশ্ন,,প্রশ্নটা লাগছে তবুও করছি ! হুজুর মেয়েদের হস্তমৌথুন সম্পর্কে আমি শুনেছিলাম,,কিন্তু আমি কখনো এমন করিনি ,,তবে মাঝে মাঝে আমি যখন ৯ এ পড়তাম তখন প্রসবের চাপ আসলে বাথরুমে যেয়ে প্রস্রাব করতে বসে বাং হাত দিয়ে চেপে ধরে ,থাকতাম প্রস্রাব হতে দিতামনা ,,যখন আর সহ করতে পারতামনা তখন ছেড়ে দিতাম ,,,এভাবে আমার একটু যৌন কোনো অনুভূতি হতো এমন লাগতো ,,কিন্তু এভাবে আঙ্গুল দিয়ে পস্রাব চেপে ধরে অনেক্ষন জাবত রেখে তারপর চারটা ,,আমার নেশার মতো হয়ে গিয়েছিলো ,,আমি চাইলেও পারছিলামনা ইটা ছাড়তে,,পস্রাব আটকের রাখলেতো কিডনির সমস্যা হয় এটা জেনেও আমি এমনটা করতাম ,,,তারপর সারাদিন রাট আমার খুবই দুর্বল লাগতো আর সারাদিন ঘুম পেট ,সারাদিন ঘুমাতাম ,,আবার একই কাজ করতাম ,,,এখনো মাঝে মাঝে এমন করতে ইচ্ছে করে ,,,হুজুর এটাকি হস্তমৌথুনের শাস্তি হবে !?
হুজুর আমি ইটা করতে চাইনা ,তাহলে কি কোনো জ্বীন আমাকে জোর করে করায় !? আমিযে এভাবে নিজের ক্ষতি করছি ,,,এর জন্য কি আলাদা কোনো শাস্তিও পেতে হবে !?
৩)হুজুর ঠোঁটের চামড়া ছিঁড়ে চিরে উঠিয়ে ফেলা আমার একটা বাজে অভ্যাস ,,অনেক সময় রক্তও বেরিয়ে যায় ,,নিজেকে এভাবে কষ্ট দেওয়া ,,বা নিজের এমন ক্ষতি করার জন্যেও কি শাস্তি হবে !?
৪)হুজুর অবাঞ্চিত চুল গুলো কতদিনের মধ্যে কাটা ফরজ !? এগুলো থাকা অবস্থায় কি সালাত হবেনা !? আর কতটুকু বড় হলে কাটা ফরজ ?
5)হুজুর,, দুনিয়ার সব কাজেই আমার অলসতা অনুভূত হয়,,একমাত্র আল্লাহর ইবাদাত ছাড়া সব কিছু অর্থহীন ,মনেহয় ,তাই সব কাজ বাদ দিয়ে দিতে ইচ্ছে করে,মনেহয় কি লাভ এতকিছু করে,পড়াশুনো ,জব ,এগুলো করে ,মরেই তো যাবো একদিন ! হুজুর এটা ঠিক করার কি উপায় আছে !?
6)হুজুর কুরআনের সবগুলো সূরা মুখস্ত করতে পারলে কি আমি হাফেজ হতে পারবো !? সবগুলো সূরা মুখস্ত হওয়া মানেই কি হাফেজ ?