আমি ফজর পড়তে পারতেছি না
ফজর পড়ার জন্য আমার জানা বা খুঁজে পাওয়া যত আমল ছিল সব আমি করেছি তবে কিছুই এখন কাজে লাগছে না,আল্লাহ মাফ করুন।
. ফজর মিস করলে রোজা রেখে দেয়া
.ঘুমানোর আগে নিয়ত করে ঘুমানো যে ফজর মিস হলে দুই/চার রাকাত স্বলাত পড়ার
.সূরা কাহফের লাস্ট দুই আয়াত (অথচ এইটা পড়ে একসময় আমার জাস্ট টাইমলি চোখ খুলে যেতে যেমন- ৪.৪৩ নিয়ত করতাম জাস্ট ৪.৪৩ এই চোখ খুলতাম
.কারিন জ্বীন কে(নিজের নাম) নাম ধরে বলা ডেকে দেয়ার জন্য।
. নিয়ত করে ঘুমানো
.সদকা করা শুধু ফজর পড়ার নিয়তে
.ইয়া হাইয়্যু...'আইন দোয়া পড়া।
.সেজদা তে দোয়া করা(অশ্রুসিক্ত)
.অন্যের জন্য দোয়া করা যাতে অন্যরাও পড়তে পারে।
আমি ফজরে উঠলেও আবার কিভাবে ঘুমাই যাই জানি না। মাঝে মাঝে আযানের উত্তর দেই এবং মোস্ট এক্সপেক্টেড জিনিস চাই তারপর কি হয় জানি না। ঘুম থেকে উঠেই নামাজ পড়ে ফেলি তবে তৃপ্তি পাচ্ছি না।
আমি বাকি সব নামাজ ঠিক মতো পড়তে পারি অসুবিধা হয় না।বেশিরভাগ দিনই স্বলাতুল হাজত পড়ি আলহামদুলিল্লাহ। আর যিকির দিনের বেশিরভাগ সময় জুড়েই করতে পারি আলহামদুলিল্লাহ।
আমার খুব ভয় হয় কেনো জানেন.....?
আমি অনেক সুখি আলহামদুলিল্লাহ।আমি যা চাই আমার আল্লাহ তাই দিয়ে দেন কয়েকদিন বা কয়েকঘন্টা সময়ের বদলে।আমি শুকরিয়া আদায় করি আর ভয় পাই।
আর যেদিন ফজর পড়তে পারি সেদিন আমি বুঝতেই পারি যে ফজর পড়ার বিনিময়ে অসাধ্য একটা জিনিস পেয়ে গেছি।
বছরখানেক হলো আমি দু:খের খুব বন্ধুর পথ পার হয়ে এখন সুখী তবে বছরখানেক থেকেই এমন হচ্ছে আমার। এই অসহায় অবস্থা থেকে আমাকে বের হতে সাহায্য করুন।আমার খুব অসহায় লাগে,খুব অসহায়.....