আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
178 views
in সালাত(Prayer) by (20 points)
আসসালামু আলাইকুম
একাধিক প্রশ্ন করার জন্য ক্ষমা চাচ্ছি, তবে বিষয় গুলো জানা অনেক দরকারী।

১) কেও সালাতে ইমাম কে রুকুতে পেলে কি সেই রাকাত মুক্তাদী পেয়েছে বলে ধর্তব্য হবে? আমি ইমাম কে রুকুতে পেয়ে পরে আর সেই রাকাত পুনরায় আদায় করিনি আমার সালাত কি হয়েছে?

২) সালাতে কাতারে দুজনের মাঝে কতোটুকু দূরত্ব থাকবে? আমি যে অফিসে কাজ করি সেখানে নামাজের আলাদা জায়গা আছে। মাঝে মাঝে দেখা যায় যে কাতারের শেষ মাথায় একজন দাড়ানোর মতো জায়গা সত্ত্বেও পিছনের কাতারে লোক দাড়িয়ে যায় এইভাবে নামাজ হবে?

৩) আমি যে অফিসে কাজ করি সেখানে যিনি নামাজ পড়ান উনি অফিসের এম ডি স্যার না আসা পর্যন্ত জামাত শুরু করেন না। জামাত শুরুর নির্দিষ্ট কোনো টাইম ও নেই। এতে যদি আর ২০ জনের জামাতে সালাত ছুটে যায় তো যাক। যেদিন এম ডি স্যারের আসতে দেরি হয় সেদিন অনেকেই একাকী নামাজ পড়েন দেখা যায় যে ১০/১২ জন ও একা একা সালাত আদায় করতেছে। তো প্রশ্ন হচ্ছে যে, মাঝে মধ্যেই এক/দুইজন একেবারে প্রথম কাতারের জায়গায় আলাদা আলাদা দাঁড়িয়ে নামাজ পড়ে একাকী। সেই সময় আবার জামাত শুরু হয়ে যায় জামায়াতের কাতারে তখন একাকী সালাত আদায়রত ব্যক্তিও থাকে। তার পাশে আবার জামায়াতে শরীক হওয়া মুক্তাদীও থাকে। একা নামাজ পড়া ব্যক্তির নামাজ শেষ হলে তিনি চলে যান পরে মাঝঝানে ফাকা থেকে যায়, এইভাবে কি সালাত হবে?

৪) সালাত রত অবস্থায় কি কাতার সোজা করলে নামাজ ভেংগে যাবে? অনেক সময় দেখি যে আমি সামনে বা পিছনে চলি গেছি একটু তখন যদি কাতার সোজা করার জন্য সামনে/পিছনে আগাই নামাজ ভাংবে?

৫) এম ডি স্যার না আসায় যেহেতু নামাজ শুরু হয়না তাই অনেক সময় বেশি দেরি হওয়াতে আমিও একাই সালাত শুরু করে দেই। ১ম বা ২য় রাকাতে যাওয়ার পরে দেখি জামায়াত শুরু হয়েছে। তখন কি আমার একাকী সালাত ভেংগে জামায়াতে শরীক হওয়া উচিত?   নাকি একাকী-ই সালাত পড়ে যাবো?

1 Answer

0 votes
by (64,500 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাব

নামাজ ত্যাগ অনেক মারাত্মক গুনাহ।

হাদীস শরীফে এসেছে-

عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ أَوْصَانِي خَلِيلِي ـ صلى الله عليه وسلم ـ أَنْ " وَلاَ تَتْرُكْ صَلاَةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَمَنْ تَرَكَهَا مُتَعَمِّدًا فَقَدْ بَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ وَلاَ تَشْرَبِ الْخَمْرَ فَإِنَّهَا مِفْتَاحُ كُلِّ شَرٍّ " .

আবূ দারদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার প্রিয় বন্ধু (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে এই উপদেশ তুমি স্বেচ্ছায় ফরয নামায ত্যাগ করো না। যে ব্যক্তি স্বেচ্ছায় তা ত্যাগ করে তারথেকে (আল্লাহর ) যিম্মদারি উঠে যায়। তুমি মদ্যপান করো না। কেননা তা সর্বপ্রকার অনিষ্টের চাবিকাঠি। (সুনানে ইবনে মাজাহ ৪০৩৪)

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!

 

১. জ্বী হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে নামাজ হয়েছে। কারণ, রুকু পেলে ঐ রাকাত পেয়েছে বলে ধর্তব্য হয়।

২. জ্বী হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রেও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে উত্তম হলো সামনের কাতার পূর্ণ করে তারপর পিছনের কাতারে দাঁড়ানো।

৩. প্রশ্নোক্ত ক্ষেত্রে উত্তম হলো একাকি নামাজ পড়লে একটু আলাদা স্থানে পড়া। যাতে করে জামাতের কোনো সমস্যা না হয়। আবার জামাতে যারা নামাজ পড়বে তাদের জন্য উত্তম হলো পাশের কেউ চলে গেলে নামাজের মধ্যেই একটু সরে ফাঁকা জায়গা পূরণ করে দাঁড়ানো। তবে এভাবে সরে না দাড়ালেও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।

৪. না, এতে নামাজ ভাঙ্গবে না। তবে শর্ত হলো যেভাবে নামাজ পড়ছে সেভাবেই সামনে বা পিছনে অথবা পাশের জায়গা পূরণ করা।

৫. না, এই ক্ষেত্রে নামাজ ভাঙ্গা যাবে না। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি একা একাই নামাজ পড়ে নিবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...