১। কোন এক দিন স্ত্রীর সাথে স্বামীর মাকে নিয়ে ঝগড়া করার সময় স্ত্রী স্বামীকে তার মায়ের সাথে থকতে বলার এমন প্রসঙ্গ সামনে আসলে স্বামী যদি বলে, "তুমি তোমার বাবার সাথে থাকো/শোও" অথবা "তুমি কি তোমার বাবার সাথে থাকতে/শোতে পারবা"? ঠিক কোন শব্দটি ব্যবহার করেছে মনে নেই।কিন্তু এতে স্বামীর ওইরকম (ওই বিশেষ শব্দ) কোন নিয়ত ছিল না, মানে কেনায়ার কোন নিয়ত ছিল না। এতে কি কোন সমস্যা হবে?
২। বিবাহিত কোন পুরুষ যদি অন্য কাউকে মিথ্যা বলে যে সে বিয়ে করে নি, তাইলে কি সম্পর্কে কোন সমস্যা হবে?
৩। আমার বেশ কয়েক দিন ওই বিশেষ শব্দটি মাথায় ভাসে, ইচ্ছা না করলেও ভাসে। স্ত্রীর সাথে কথা বলতে গেলেও মেপে মেপে বলি মনে হয় এই বুঝি বের হল। কোন সময় মুখ বড় করে হাই তুলতে গেলে মনে হয় মুখ খুলতে যেয়ে আবার বের হয়ে গেল কিনা।
* সেইদিন আমার বিবিকে বলি উমুক কাজ টি করে আসো, একটু থেমে আবার তাগিদ দেওয়ার জন্যে বলি "যাও"। যাও বলতে বলতেই ওই শব্দ মাথায় চলে আসে। তখন থেকে পেরেশান এতে কি আবার নিয়ত হয়ে গেলো কিনা। বলার পর পরি বা বলতে বলতেই মাথায় চলে আসে, চাই না তাও আসে।
* অফিসে কলিগ কে জিজ্ঞেস করতেছিলাম, তোমার কাজ কি শেষ। এই শেষ বলতে বলতে ওই শব্দ মাথায় চলে আসে, তখন আবার ভাবি এতে কি নিয়ত সহ বলা হল কিনা। অনিচ্ছাকৃতই মাথায় চলে আসে
* অফিস এর বস আমাকে একদিন বললো, তোমার কাছে যে কাজটি আছে সেটি ছেড়ে দাও। আমি বললাম ছে* দিচ্চি। বলার পর পরি অথবা বলতে বলতেই আমার ওই কথা মনে হয়ে ইচ্ছার বিরুদ্ধেই। পেরেশানি শুরু হয়ে যায় যে আমি অন্য কিছু বোঝালাম কিনা।
(প্রশ্ন করতে লিখতেও ভয় হচ্ছে কারণ আমার মাথায় সব সময় এই শব্দ ঘুড়ে। প্রশ্ন করার সময় যে এরকম কিছু শব্দ ব্যবহার করলাম এতেও কি কোন সমস্যা? কারণ আমার মাথায় তো সব সময় এই চিন্তা ঘুরে)।
আমার কারো সাথে কথা বলতে ভালোলাগে না। কোন কাজে এমনকি ইবাদত তেও মন বসে না।
** ছোট ছোট এক কথার নেগেটিভ শব্দ গুলি কি কেনায়া শব্দ?
আমার কি কোন সমস্যা হয়েছে কিনা? বা আমার এখন কি করনীয়