১বান্দার হক ও অন্যন্য বিষয় নিয়ে প্রশ্ন -
https://ifatwa.info/89430
১।আমাদের সেই ইমাম কে ধরার জন্য তার ফেসবুক আর ইমু কি হ্যাক করা যাবে কারন এগুলোর মাধ্যমে সে পরকিয়া করতে পারে। কারন উনার মোবাইল এ ঐ মেয়ের ফেসবুক আইডিতে যেই নাম দেওয়া সে নাম দিয়ে কল পাইছিলাম।
২।যদি কোনো যিনা বা পরকিয়া ধরতে পারি সামাজিক ভাবে বিচার করা যাবে নাকি দেশিয় আইন বা পুলিশের সাহায্য নিতে। চারজন সাক্ষি কি জরুরি?
৩।আমি বেকার আমার বাবার অধিনে আছি উনি অনেক টাকা করে আমি কিছু টাকা বিভিন্ন খাত হতে পেলে উনি আমার কাছ থেকে চেয়ে নিয়ে যায় আমি বাধ্য হয়ে দিছি। মনে মনে দাবি ও ছিলো না আবার নির্দাবি ছিলোনা। আবার একটা কাজ করলে বলছে কিছু টাকা দিবে পরে দেয় নাই আমি বলছিলাম লাগবে না তারপরও বলছেন দিবে। এখন বাবার থেকে চুরি করে বা অন্য কোনো ভাবে নেওয়া যাবে?
৪।কোরআন আয়াত বা কোনো ওয়াজ শুনলে অনিচ্ছায় মন পায়ের দিকে চলে যায় আর মাথায় জিদ উঠে আর জালাপোরা করে এতে ইমানের ক্ষতি হবে কি না আর কি কারনে হয় বাচার উপায় কি?