আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।।
একজনের একটা বিয়ের প্রস্তাব এসেছে..মেয়ে আলহামদুলিল্লাহ দ্বীন মেনে চলতে চেষ্টা করে,,কিন্তু যে ছেলের পরিবার প্রস্তাব নিয়ে এসেছি,,সেই ছেলে, তার মা-বাবা,পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তবে দ্বীনদার না...মেয়ের বিষয় সব বলা হয়েছে(যেমন: মেয়ে পর্দা করে,,, মাহরাম ছাড়া কারও সামনে যায় না) ছেলের মা-বাবাকে।।ছেলের মা-বাবা মেনে নিয়েছি,,বলেছে এই বিষয় এ তাদের কোনো সমস্যা নেই, এবং মেয়েকে পর্দা করতে কোনো প্রকার বাঁধা দেয়া হবে না...কিন্তু ছেলেটি মেয়ের পর্দার বিষয় এ জানে কি না!…এই সম্পর্কে মেয়ের পরিবার জানে না... কারণ ছেলের সাথে মেয়ের পরিবারের কারো কথা হয়নি,,শুধু ছেলের মা-বাবার সাথে কথা হয়েছে...ছেলের মার মেয়েকে অনেক পছন্দ হয়েছে,,,ছেলে বলেছে মা-বাবার পছন্দেই বিয়ে করবে,,, কিন্তু ছেলে দেখতে আসবে কিছুদিন পর.. সেদিনই মেয়েটি এবং তার পরিবার মেয়েটির পর্দার বিষয় এ সব কথা বলে নিবে ইনশাআল্লহ,,,যেদিন থেকে ছেলের মা দেখতে এসেছে সেদিন থেকেই মেয়েটি ইস্তেখারা করছে,,,তবে শুধু মেয়েটির একটা চিন্তা পর্দা নিয়ে...এছাড়া মন ভালোর দিকেই বেশি ঝুঁকে আছে..খারাপ চিন্তা খুব একটা আসেনি....মেয়েটি প্রায় ৪ দিন ইস্তেখারা করেছে তার মধ্যে দুইদিন স্বপ্ন দেখেছে...একদিন তাকে কয়েকটা সাপ ঘিরে আছে তবে ক্ষতি করছে না,,,আরেকদিন দেখেছে এমনি একটা বড় সাপ দূর দিয়ে যাচ্ছে....এছাড়া পুরো রাতে আরও অনেক স্বপ্ন দেখেছে...এখন প্রশ্ন হলো....
১.ছেলেটি যদি মেয়েকে পরিপূর্ণ পর্দার সাথে রাখবে বলে এবং দ্বীনের ব্যাপারে সাহায্য করতে চায় তাহলে কি এই বিয়ে করা উচিত হবে???
২.মেয়েটি যে সাপের স্বপ্ন দেখেছে এটা তার ইস্তেখারার কোনো ফলাফল???বিয়ের ব্যাপারে ইস্তেখারার কোনো নেগেটিভ উত্তর???মেয়েটি এমনি সময়ও খারাপ খারাপ অনেক স্বপ্ন দেখে তবে সাপের না....