ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)নামাজে অনিচ্ছাকৃত নাক টানলে বা ইচ্ছাকৃত তবে জরুরত বশত নাক টানলে এতেকরে নামায ফাসিদ হবে না।
(২) চোখের কোনে যে ময়লা থাকে, চোখ বন্ধ করার সময় যদি বাহিরে বেড়িয়ে না আসে, তাহলে অজু করার সময় তা ধৌত করা জরুরী নয়। তবে যদি চোখ বন্ধ করার সময় চোখের বাহিরে বেড়িয়ে আসে, তাহলে উক্ত ময়লার নীচে পানি পৌছাতে হবে। উক্ত ময়লার উপর উপর পানি পৌছানো যথেষ্ট হবে না।
في الفتاوی الہندیہ:
"ولو رمدت عینه فرمصت یجب ایصال الماء تحت الرمص ان بقی خارجاً بتغمیض العین والا فلا کذا فی الزاهدی".
(الفتاویٰ الهندیة،كتاب الطهارة ،الباب الأول في الوضوء، الفصل الأول: في فرائض الوضوء،(1/4) ط:دارالفكر )
(৩)তেল দেওয়া মাথায় নাপাক বালিশে শুইলে মাথা নাপাক হবে না।
(৪)কোন নাপাক (প্রস্রাবযুক্ত)কাপড়কে যদি সাবান বা পাউডার দিয়ে একবার ধৌত করে নেওয়া হয়, ৩ বার নিংড়ানো না হয়, তাহলে এটি পূর্বের মতই নাপাক থাকবে। ভিজে গেলে এটা থেকেও অন্য পাক জিনিষে নাপাকি ছড়াবে। যদি বেশী পানিতে ধৌত করা হয়, তাহলে একবার ধৌত করার দ্বারাই পাক হয়ে যাবে।