আসসালামু আলাইকুম,
১. এক হাটু সোজা ও অপর হাটু মাটিতে রেখে বসা অবস্থায় সোজা হয়ে থাকা হাটুর উপর হাত রেখে ভর দিয়ে ঘুমালে কি অযু ভাংবে?
২. সোজা হয়ে দাঁড়িয়ে বা বসে কোনো কিছুতে ভর না দিয়ে ঘুমালে কি অজু ভাংগে?
৩. এমন তন্দ্রা যা আসলে মানুষ পড়তে পড়তে মুখে আবোল তাবোল বলা শুরু করে এ অবস্থায় কি অযু ভাংবে? উল্লেখ্য সে কোন কিছুতে হেলান দিয়ে না, স্বাভাবিক ভাবে বসে পড়ছিল।
৪. লেবার পেইন উঠলে একসময় ব্লাড বা ব্রাউন ডিসচার্জ দেখা দেয়। এ সময় থেকেই কি নামাজ বন্ধ করতে হবে? নাকি একেবারে ডেলিভারির পর থেকে বন্ধ করতে হবে? অনেকের ই প্রায় ১/২ দিন লেবার পেইন যায় নরমাল ডেলিভারির ক্ষেত্রে। তাই এই পুরো সময়ে কোনো ব্লাড বা ব্রাউন ডিসচার্জ দেখলেই কি নামাজ পড়বে না আর?