আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ।আমি বিরাট সমস্যায় পড়েছি।আমি এই সমস্যার বিস্তারিত সমাধান জানতে এইখানে প্রশ্ন করছি।মেহেরবানি করে বিস্তারিত সমাধান দিবেন ইনশাআল্লাহ।
প্রথমত যদি কারও কোনো দূর্ঘটনা বা খারাপ কিছু দেখি তখন আমার খুব কষ্ট হয় সারাদিন সেটি নিয়ে ভাবতে থাকি এবং আমার প্রিয়জনদের যাতে এরকম না হয় সে নিয়ে আল্লাহর নিকট দোয়া চাইতে থাকি।এখন এইখানে সমস্যা হচ্ছে আমি দোয়া চাই আল্লাহর কাছে মুখ দিয়ে মন থেকে যা আসে তাই ই বলি কিন্তু দোয়া চাওয়ার সময় আমার মাথায় মুখ দিয়ে যা বলতে চাই তার বিপরীত কথাগুলো আসে তখন আমি অনেক বিভ্রান্ত হয়ে যাই আরও কষ্ট বেড়ে যায়।কান মাথা গরম হয়ে যায় বুঝে উঠতে পারি না কি করবো।যেমন উদাহরণস্বরূপ আমি কারও একজনের দূর্ঘটনা দেখে যদি আমি আল্লাহর কাছে দোয়া চাইতে বসি যে "হে আল্লাহ আমার এবং ওমুক ব্যক্তির জীবনে এমন দূর্ঘটনা যাতে না আসে"এইটা আমি মুখ দিয়ে যখন বলি তখন আমার মাথায় বা মনে আসে যে ওইরকম দূর্ঘটনা যাতে হয়,আবার আল্লাহকে নিয়েও বাজে কথা আসে(নাউযুবিল্লাহ আল্লাহ মাফ করুক)।এক্ষেত্রে আমার মাথায় আসা দোয়াটি কবুল হওয়ার সম্ভাবনা আছে?মুখ দিয়ে যেটা বলেছি সেটা কি মেইন নয়?আমার করণীয় কি?