জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হারাম টাকায় ব্যবসা করাও নাজায়েজ।
হারাম টাকা ব্যবসা জায়েজ হবেনা, সেই ইনকামের টাকা আর বিনিয়োগের টাকা কোনোটাই ব্যবহার করা জায়েজ হবেনা।
,
তবে কঠিন প্রয়োজন বশত এমনটি হলে উক্ত ব্যবসার লভ্যাংশ ব্যবহারের অনুমতি কিছু ইসলামী স্কলারগন দিয়েছেন। তারা বলেছেন যে এটি সেই ব্যবসায় তার পরিশ্রমের বিনিময়।
,
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ مَخْلَدِ بْنِ خُفَافٍ قَالَ : ابْتَعْتُ غُلَامًا فَاسْتَغْلَلْتُه ثُمَّ ظَهَرْتُ مِنْهُ عَلٰى عَيْبٍ فَخَاصَمْتُ فِيهِ إِلٰى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فَقَضٰى لِىْ بِرَدِّه وَقَضٰى عَلَىَّ بِرَدِّ غَلَّتِه فَأَتَيْتُ عُرْوَةَ فَأَخْبَرْتُه فَقَالَ : أَرُوْحُ إِلَيْهِ الْعَشِيَّةَ فَأُخْبِرُه أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْنِىْ أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ قَضٰى فِىْ مِثْلِ هٰذَا : أَنَّ الْخَرَاجَ بِالضَّمَانِ فَرَاحَ إِلَيْهِ عُرْوَةُ فَقَضٰى لِىْ أَنْ اٰخُذَ الْخَرَاجَ مِنَ الَّذِىْ قَضٰى بِه عَلَىِّ لَه
মাখলাদ ইবনু খুফাফ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একটি দাস কিনেছিলাম এবং তার মাধ্যমে কিছু উপার্জনও করিয়েছিলাম। অতঃপর আমি তার মধ্যে একটি দোষ সম্পর্কে অবগত হলাম এবং শাসনকর্তা ‘উমার ইবনু ‘আবদুল ‘আযীয (রহঃ)-এর কাছে আমি তার বিষয়ে অভিযোগ করলাম। তিনি বিচার করলেন যে, আমি তাকে ফেরত দিতে পারবো, তবে অবশ্যই তার দ্বারা উপার্জিত সব কিছুই আমাকে ফেরত দিতে হবে। আমি ‘উরওয়াহ্ (রহঃ)-এর নিকট এ রায় জানালাম। তিনি বললেন, আমি সন্ধ্যাকালেই শাসনকর্তার নিকট যাবো এবং তাঁকে অবহিত করবো। ‘আয়িশাহ্ (রাঃ) আমাকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জাতীয় ঘটনায় রায় দিয়েছেন যে, উপার্জিত আয় তার তত্ত্বাবধান ব্যয় বলে সাব্যস্ত হবে। ‘উরওয়াহ্ (রহঃ) সন্ধ্যাকালেই ‘উমার ইবনু ‘আবদুল ‘আযীয (রহঃ)-এর কাছে গেলেন। এমতাবস্থায় তিনি বিচার করলেন যে, উক্ত উপার্জিত আয় তিনি পূর্বে (প্রথমে) যাকে দেয়ার জন্য আদেশ করেছিলেন তার কাছ থেকে আমি যেন তা ফেরত নেই।
(মিশকাতুল মাসাবিহ ২৮৭৯)
উক্ত সম্পদ দ্বারা ব্যবসা করে যে লভ্যাংশ অর্জিত হয়েছে বা হবে,তাহা গ্রহন করা জায়েজ নেই,এটিই অনেক ইসলামী স্কলারদের মত।
★তবে ইমাম শাফেয়ী ও মালেক রহঃ এর মতে সে ব্যাক্তি লভ্যাংশ নিজের পরিশ্রমের বিনিময় বা পারিশ্রমিক হিসাবে গ্রহণ করতে পারবে (নববী, আল-মাজমূ‘ ৯/৩৫১)।
তবে তাদের মতেও এহেন ব্যবসার লাভ পরিত্যাগ করাই অধিকতর নিরাপদ ও তাক্বওয়াপূর্ণ
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনি যদি আপনার বাবা হতে টাকা নিয়ে ব্যবসা করেন,সেক্ষেত্রে এই টাকা ঋন হিসেবে নিয়ে পরবর্তীতে সম্পূর্ণ ঋনের টাকা ফেরত দিলে আপনার ব্যবসা ও উপার্জন সবই হালাল হবে।
চাই আপনার বাবা হালাল ইনকাম হতে আপনাকে টাকা দিক,অথবা হারাম ইনকাম হতে টাকা দিক।
তারপরেও হালাল টাকা হতে টাকা দেয়ার কথা বলবেন।
আর যদি আপনি সেই টাকা ঋন হিসেবে না নেন,বরং আপনার বাবা সেই টাকা আপনাকে একেবারে দিয়ে দেয়,পরিশোধ করতে আর না হয়।
সেক্ষেত্রে আপনার বাবা আপনাকে হারাম ইনকাম হতে উপার্জিত টাকা দিলে তা দিয়ে ব্যবসা করা জায়েজ হবেনা।
এক্ষেত্রে আপনার ব্যবসা ও উপার্জন সবই হারাম হবে।
সুতরাং আপনি আপনার বাবাকে বলবেন যে হালাল ইনকাম হতেই যেনো আপনাকে টাকা দেন।
তাহলে আর কোনো সমস্যা হবেনা।
(০২)
না,কোনো ভাবেই মহিলাদের দিয়ে লাইভ করাতে পারবেননা।
কেননা এতে যেভাবেই হোক, সেই ভিডিও গায়রে মাহরামের নিকট যাবেই।
বিস্তারিত জানুনঃ-
(০৩)
আপনার কুরআন শুদ্ধ থাকলে আপনি অন্যকে কুরআন শিক্ষা দিতে পারবেন।
(০৪)
শরীয়তের গন্ডির মধ্যে থেকে অনলাইনে বিজনেস করতে পারবেন।