আসসালামু আলাইকুম
কয়টা প্রশ্নের উত্তর দিয়েন হুজুর। খুব পেরেশানিতে আছি।
১/ তালাকের অধিকার প্রাপ্ত স্ত্রী যদি (শিউর না যে অধিকার আছে কিনা আর এ বিষয়ে জানতও না) ঝগড়ার সময় স্বামীর কিছু কথায় তালাক হইছে ধরে নিয়ে বা স্বামী তালাক দিছে মনে করে, মানুষকে বলে তালাক হইছে আমার৷ বা নিজেকে "ডিভোর্সড" বলে পরিচয় দেয়, তাতে কি কোন তালাক পতিত হবে?
২/ তালাক নিয়ে ঝামেলা চলছিল স্বামী স্ত্রীকে থামানোর জন্য কিছু কথা বলছে যেটা দিয়ে কোনভাবেই সে তালাক নিয়ত করে নাই৷ কিন্তু স্ত্রী নিজে থেকে ধরছে তালাক হয়ত দিছে।
সেটার জন্য পরে স্ত্রী স্বামীকে যদি বলে ২ তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেল, আপনি বলে দিলেন, স্বামী যদি হ্যা বা না কিছু না বলে "হুম" বলে। তাতে কি তালাক হয়?
যদি বলে "বলছি আমি যা বলার, আর কিছু বলতে পারব না", তাতে কি তালাক হবে?
স্বামী হুম শব্দটা কথা এড়ানোর জন্য বা কিছু বলবে না বুঝাতে ব্যবহার করে সবসময়৷ অইসময় সরাসরি মানা করে নাই কারন স্ত্রী রাগ হলে এই বিষয় নিয়ে কথা বলা থামায় না। অনেক ঝামেলা করে৷
৩/ স্ত্রী শান্ত হবার পর স্বামীকে সরাসরি জিজ্ঞেস করায় সে বলছে কোন তালাক হয় নাই৷ আমি দেই নাই৷ সে নিজে থেকে কখনো এটা বলেও নাই যে তালাক দিছে বা তালাক বলছে। তাকে যতবার জিজ্ঞেস করা হইছে সে বলছে কোন তালাক হয় নাই। আমি দেই নাই৷
স্ত্রী বলতেছে হয়ত ২তালাক হয়ে গেছে, সাবধান থাকতে হবে৷ স্বামী বলল "হুম বা আচ্ছা"। তার এই কথায় কি তালাক হতে পারে?
৪/একবার স্ত্রী এমন বলতেছিল যে তালাক হইছে স্বামী হয় নাই বুঝাতে রাগে বলল " বালের তালাক হইছে" এই কথায় কি তালাক হবে?
৫/ হুজুর স্ত্রী বলল "আমি দিলে হবে না বা আমি তালাক বললে হবে না" এতে কি তালাকের অধিকার ফিরিয়ে দেওয়া হবে? অধিকার কি স্ত্রী ফিরিয়ে দিতে পারবে?
হুজুর তালাকের সন্দেহ নিয়ে কি সংসার ভেংগে ফেলা ঠিক হবে?