১. আমার এক স্টুডেন্ট এর বাসায় আমাকে প্রায়ই খাওয়ায়, আজকে হঠাৎ বলছে,কালকে স্যার আপনার দাওয়াত কালকে কখন আসবেন বলেন, দুপুরে না কি রাতে, আমি স্বাভাবিক কিছুক্ষন না করার পরে বললাম ঠিক আছে রাতে আসবো। তখন বললেন ঠিক আছে রাতেই ব্যবস্থা করবো, বলে যাওয়ার সময় বললেন, পয়লা দিন,সবাই একসাথে খাইলাম...।
এখন এই কথায় তো খুবই চিন্তায় পড়ে গেলাম, তারা পয়লা তারিখ উপলক্ষেই রান্না করছেন কি না তা তো শিওর না, না কি অন্য কারণে রান্না করবেন পয়লা তারিখ পরে গেছে তাও শিওর না। এখন এই দাওয়াত কি করবো, আসবো বলে এসেছি এখন তো চিন্তায় পরে গেলাম...
২. আমি আর আমার স্ত্রী একটা স্থানে গেলাম, সেখানে তার যাওয়ার ইচ্ছে ছিলো না, কিন্তু তাও গেলো কিন্তু মন খারাপ করে ফেললো,তখন আমি বললাম তাহলে চলো ফিরে যাই তখন সে রাগ করে বলে উঠে " তর সাথে ব্রেকাপ। সব সম্পর্ক শেষ কইরা দিমু"
এটা বলার পর থাকে পরে আমি তাকে খুশি করাই, এর একটু পরেই তাকে জিগ্যেস করি, এই কথা তুমি তালাকের নিয়তে বলেছো কি না, সে বললো, এই শব্দ তার মুখ দিয়ে আসবে না তাই এটা বলেছে। আবার বললো, আমাদের তো ব্রেকআপের সম্পর্ক না। ( উল্লেখ্য, সাধারণত অবিবাহিত অবস্থায় যারা রিলেশনে থাকে তাদের সম্পর্ক শেষ বুঝাতে আমাদের দেশে ইদানিং ব্রেক আপ শব্দের প্রচলন হয়েছে)
আবার বললো, তার এই কথা বলার সময়ের নিয়তের কথা পুরোপুরি মনে নাই, তবে তার বেশি অংশ মন সায় দিচ্ছে, সে ভয় দেখানোর জন্য, এভাবে আমাকে কথাটা বলেছে।
এখন আমার বউ এর যদি তালাকের অধিকার দেওয়া থাকে তবে কি তার এই কথায় আমাদের সংসারে কোনো সমস্যা হবে?
৩. একজন আমকে হঠাৎ জিজ্ঞেসা করলো তোমার বউকে না কি শুনলাম ডিভোর্স দিয়ে দিছো? আমি আশ্চর্য প্রকাশ করার জন্য বলি, "হ্যাহ!" আমি তার জবাবে হ্যা বলিননাই এটা সেও বুঝেছে যে অবাক হয়ে বলেছি, এভাবে "হ্যাহ/হ্যা!" বলার জন্য কি কোনো সমস্যা হবে?
৪. হানাফি মাজহাবের হুরমতে মুশাহারাত এর বিষয় গুলো কেও যদি অবিশ্বাস করে, তার রেফারেন্সের হাদীস গুলোর কথা বলে, এই সব হাদীস আবার কেমন হাদীস যা আর কেও জানলো না! এটা কেমন হাদীস অন্য কোনো বড় হাদীসে বইয়ে যার আলোচনাই নাই, অর্থাত এগুলো কে সে জাল/বানেয়াট হাদীস মনে করে। তাহলে কি সে কাফের হয়ে যাবে?
৫. মোবাইলের গ্লাসে অতিক্ষুদ্র পেশাবের ছিটা পরে, এটা টেম্পার গ্লাস ছিলো ১০০ টাকা দাম, আমি এটা উঠিয়ে ফেলে না দিয়ে, হাত ভিজিয়ে তিনবার পুছে শুকিয়েছি, পরে একটা কাপড় ভিজিয়ে মুছেছি, ভিজিয়ে চিপে তিনবার মুছেছি ... তারপর এটা পকেটে নিয়ে নামাজ পরেছি..বেশ কবার, এই নামাজ গুলো কি হয়েছে?