আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাদের বাসা গাজীপুর টঙ্গী।ডিসেম্বরের ১৮ তারিখে আমার মা এবং বাবা চিকিৎসার জন্য ইন্ডিয়া যান, যাওয়ার আগে তারা জানতেন না তাদের কতদিন থাকতে হবে।ফলে এয়ারপোর্ট থেকেই তারা কসরের নামাজ আদায় করা শুরু করেন। ইন্ডিয়াতে প্রায় ১৫ দিন হয়ে যাচ্ছে এখনো তারা শিওর না আর কতদিন থাকতে হবে। মিনিমাম আরো ৪-৫ দিন থাকতে হতে পারে।
এখন আমার প্রশ্ন হচ্ছে যেহেতু তারা এখন বুঝতে পারছেন তাদের সেখানে অবস্থান ১৫ দিন পার হবে সেহেতু এখন ও কি তারা কসর নামাজ পড়বেন , নাকি স্বাভাবিক নিয়মে নামাজ পড়বেন?
আমার প্রশ্নের উত্তর দিলে অনেক উপকার হবে।
জাযাকুমুল্লাহু খাইরান কাছিরন