১. আমি আর আমার স্ত্রী একটা স্থানে গেলাম, সেখানে তার যাওয়ার ইচ্ছে ছিলো না, কিন্তু তাও গেলো কিন্তু মন খারাপ করে ফেললো,তখন আমি বললাম তাহলে চলো ফিরে যাই তখন সে রাগ করে বলে উঠে " তর সাথে ব্রেকাপ। সব সম্পর্ক শেষ কইরা দিমু"
এটা বলার পর থাকে পরে আমি তাকে খুশি করাই, এর একটু পরেই তাকে জিগ্যেস করি, এই কথা তুমি তালাকের নিয়তে বলেছো কি না, সে বললো, এই শব্দ তার মুখ দিয়ে আসবে না তাই এটা বলেছে। আবার বললো, আমাদের তো ব্রেকআপের সম্পর্ক না। ( উল্লেখ্য, সাধারণত অবিবাহিত অবস্থায় যারা রিলেশনে থাকে তাদের সম্পর্ক শেষ বুঝাতে আমাদের দেশে ইদানিং ব্রেক আপ শব্দের প্রচলন হয়েছে)
আবার বললো, তার এই কথা বলার সময়ের নিয়তের কথা পুরোপুরি মনে নাই, তবে তার বেশি অংশ মন সায় দিচ্ছে, সে ভয় দেখানোর জন্য, এভাবে আমাকে কথাটা বলেছে।
এখন আমার বউ এর যদি তালাকের অধিকার দেওয়া থাকে তবে কি তার এই কথায় আমাদের সংসারে কোনো সমস্যা হবে?
২. অধিকার প্রাপ্ত স্ত্রী যদি তার স্বামীকে বলে "তোমার সাথে ব্রেক আপ" এতে কি কোনো সমস্যা হবে?
৩. আমার মাঝে মাঝে বিভিন্ন সংখ্যা লেখার সময় শুধু তালাকের কথা মনে চলে আসে, অথচ আমি অযথা কেনো তালা* দিতে যাবো?এসব মনে আসায় কোনো সমস্যা হবে?
৪. মানিব্যাগের ভিতরে নাপাক(যেমন, পেশাব) লাগানো, শুকনো কোনো টাকা যদি থাকে সেই মানিব্যাগ পেন্টের পকেটে নিয়ে সালাত হবে?
৫. একজন আমকে হঠাৎ জিজ্ঞেসা করলো তোমার বউকে না কি শুনলাম ডিভোর্স দিয়ে দিছো? আমি আশ্চর্য প্রকাশ করার জন্য বলি, "হ্যাহ!" আমি তার জবাবে হ্যা বলিননাই এটা সেও বুঝেছে যে অবাক হয়ে বলেছি, এভাবে "হ্যাহ/হ্যা!" বলার জন্য কি কোনো সমস্যা হবে?
জাজাকাল্লাহ