ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইবনু ’আব্বাস (রাঃ) হতে বর্ণিত।
عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ قَالَ إِنَّ اللهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذَلِكَ فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (হাদীসে কুদসী স্বরূপ) তাঁর প্রতিপালক হতে বর্ণনা করে বলেন যে, আল্লাহ্ ভাল-মন্দ লিখে দিয়েছেন। এরপর সেগুলোর বর্ণনা দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি কোন সৎ কাজের ইচ্ছা করল, কিন্তু তা বাস্তবে করল না, আল্লাহ্ তাঁর কাছে এর জন্য পূর্ণ সাওয়াব লিখবেন। আর সে ভাল কাজের ইচ্ছা করল এবং তা বাস্তবেও করল তবে আল্লাহ্ তাঁর কাছে তার জন্য দশ গুণ থেকে সাতশ’ গুণ পর্যন্ত এমন কি এর চেয়েও অধিক সাওযাব লিখে দেন। আর যে কোন মন্দ কাজের ইচ্ছা করল, কিন্তু তা বাস্তবে পরিণত করল না, আল্লাহ্ তাঁর কাছে তার জন্য পূর্ণ সাওয়াব লিখবেন। আর যদি সে মন্দ কাজের ইচ্ছা করার পর বাস্তবেও তা করে, তবে তার জন্য আল্লাহ্ মাত্র একটা গুনাহ লিখেন। (সহীহ বোখারী-৬৪৯১,সহীহ মুসলিম-১৩১, মুসনাদে আহমাদ ৩৪০২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনারা এখন থেকে সাদাকাহর জন্য টাকা সঞ্চয় করতে পারবেন। আপনার সাদাকাহর নিয়ত করার সাথে সাথে সওয়াব পেয়ে যাবেন।তারপর যখন কয়েক বছর পর সাদাকাহর টাকা খরচ করবেন, তখনও সওয়াব পাবেন। আল্লাহ অন্তর এবং নিয়ত দেখে সাত শত গুণ পর্যন্ত সওয়াবকে বৃদ্ধি করে দিতে পারেন। আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে জমা করে থাকেন, তাহলে জমা করার সময়ই আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। এবং দান করার সময় আল্লাহ আরো সওয়াব দিবেন।
(২) যদি খরচের পূর্বেই আপনার মৃত্যু চলে আসে,অথবা খরচের পূর্বেই (আল্লাহ না করুক) কোনোভাবে চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে এতে আপনার সওয়াবে কোনো কমতি আসবে না।