السلام عليكم و رحمت الله
আপনাদের এই মুফিদ ওয়েবসাইটের মাধ্যমে খুব উপকৃত হয়েছি সবসময়,আলহামদুলিল্লাহ। আল্লাহ এর পরিধি বাড়িয়ে দিন। আর শাইখের মূল্যবান সময় নিচ্ছি,আল্লাহ এর উত্তম প্রতিদান দিন।
ঘটনা উল্লেখ করে প্রশ্ন করছি, শাইখ। আমার জাওয সাহেব একদিন আমার থেকেই শোনেন যে গাইরে মাহরাম এক ভাইয়ের ফেসবুক আইডি ঘাটাঘাটি করেছি,পোস্ট দেখেছি,সব কমেন্ট পড়তেছিলাম। এই ঘটনায় তিনি খুব রেগে যান,যদিও আমি এক জরুরতেই এই কাজ করি। এমনিতে কখনো ছেলেদের প্রোফাইলে ঢুকিনা,গাইরে মাহরাম মেনে চলি। তিনি রাগ করে বলেন,আর কখনো ঘাটবা?
আমিঃনা।
তিনিঃঘাটলে?ঘাটলে কি হবে বলো?
আমিঃ(চুপ থাকি,কিছু বলিনা)
তিনিঃঘাটলে ডিভোর্স।
এর কিছুদিন পর এক বাবুর্চির একটা আইডি সামনে আসে,রান্নাবান্নার আইটেম দেখতে গিয়ে আইডিতে ঢুকি।পোস্ট দেখার সময় খেয়াল হয় যে বাবুর্চি তো ছেলে। এটা ছেলের আইডি।
যেহেতু আমি দ্বীন মেনে চলি এ ঘটনার পর, অনেক কষ্টে রাজি করিয়ে নিম্নোক্তভাবে বিয়ে করি পুনরায়--
***আমার জাওয সাহেবকে আম্মু,আব্বু এবং ছোট ভাই(১৯-২০ বছর) এর সামনে আমি নিজে বলি যে তাকে বিয়ের প্রস্তাবনা দিচ্ছি,মোহর চার লাখ টাকা,তিনি রাজি কিনা,তিনি কবুল বলেন একবার।***
এরপর বিভিন্ন সময় ফেসবুকে নানা পেইজে ঢুকি বা কিছু কাজ করি,যাতে আমার ধারণা হয় ডিভোর্স আবার হয়ে গেলো কিনা! কিন্তু এরকম ঘটনাগুলোর মাধ্যমে আমার ডিভোর্স হয় না-এটা জানতে পারি আপনাদের মাধ্যমে। লিংক-
https://ifatwa.info/83817/
১.তাহলে,আমরা কি বৈধ স্বামী-স্ত্রী কিনা এবং ২.সন্তানধারণ করতে পারবো কি না? এটার সলুশন না করা পর্যন্ত সন্তান ধারণ থেকে বিরত রয়েছিলাম। ৩.বিবাহ পুনরায় করাটা সঠিক আছে কিনা?
৪.আর ফেসবুকে কোনো গ্রুপে দেয়া গুরুত্বপূর্ণ পোস্ট এর নিচে কমেন্ট দেখি অনেক সময়,জরুরতেই। পড়াশুনা করছি,সেই প্রতিষ্ঠান বিষয়ক। তো,কমেন্ট পড়ার সময় কমেন্টকারী ছেলের নাম এবং প্রোফাইলের বৃত্তাকার ছবিটা তো দেখে ফেলি,আইডিতে ক্লিক না করেও-এক্ষেত্রে উপরে বর্ণিত শর্ত অনুযায়ী বৈবাহিক সম্পর্কে সমস্যা হবে কোনো?
৫.একদিন হাসব্যান্ড আমার সামনে উনার ফোন থেকে একটা হাসির ভিডিও দেখান,যেটা কোনো ছেলের আইডি থেকে পোস্ট দেয়া ছিলো। আমি ভিডিওটা কয়েক সেকেন্ড দেখি,কিন্তু কোন ব্যক্তির আইডি তাকে চিনতাম না,আইডির নামও ভালোভাবে পড়িনি। সামনে শুধু ভিডিওটা এনে দেখিয়েছিল হাসব্যান্ড।আমি ভেবেছিলাম ইউটিউবের কোনো ভিডিও পরে জানতে পারলাম একজন ছেলের আইডি থেকে পোস্ট করা ভিডিও।
তাহলে,ঐ যে শর্ত দেয়া ছিলো,সে অনুযায়ী কি বৈবাহিক সম্পর্কে কোনো ডিভোর্স পড়বে?