এক বোন এই প্রশ্ন টা করেছে
আপু আমি গরীব ঘরের মেয়ে,পরিবারের অবস্থা খুব বেশি ভালো না।এজন্য সবাই ইগনোর করে,শশুর বাড়িতে সবাই ছোট চোখে দেখে,প্রায়োরিটি পাই না কারো কাছে।আমার স্বামির কাছেও আমার মূল্য নেই।
অপরদিকে আমার জা আলহামদুলিল্লাহ তাদের পরিবারের অবস্হা খুব ভালো।সবদিক দিয়ে,আমার ছোট জা এবং বাড়ির ছোট বউ হওয়া সত্বেও সবার কাছে প্রিয়,সবার মধ্যমনি,তাতে আমার কষ্ট নেই
আমার একটা ছেলে দুই বছর বয়স তার ঘরেও একটা মেয়ে আমার ছেলের 3 মাসের ছোট। আমার শ্বশুর কারো জন্য খাবার আনলে সবার আগে তার ঘরে দেয় তার ঘর থেকে বন্টন হয় কিন্তু আমার ঘরে একটু উঁকি ও দেয়না।আমি সব সময় তাদের সাথে ভালো ব্যাবহার করি আমার যতটুকু সামর্থ আছে কেউ আমার ঘরে আসলে আমি আপ্পায়ন করি কিন্তু এর পরেও আমি গরিব ঘরের মেয়ে হওয়ার কারণে তারা আমাকে এমন করে।এগুলার জন্য আমি অনেক কষ্ট পাই এবং মানসিক ভাবে ভেংগে পড়ি সংসারে মন দিতে পারিনা।আমরা যৌথ ফ্যামিলিতে থাকি ননদ জা সবাই এক বাসায়। আমি চাচ্ছিলাম আলাদা হয়ে যাবো তাহলে এইভাবে যে তারা আমাকে আলাদা চোখে দেখে সেটা করত না মানসিক কষ্ট টা পেতাম না কিন্তু আমার হাসবেন্ড কখনই আলাদা হবেনা।এখন আমি ভেবেছি তাদের সাথে দেখা হলে সালাম দিবো কুশলাদি বিনিময় করব কিন্তু সেভাবে মিশব না কারণ তারা আমাকে অনেক কষ্ট দেয়।এতে কি পাপ হবে আমার?
ওস্তাদ আপুটার কথা গুলো উল্লেখ করলাম।তিনি এগুলো বলে আমার কাছে পরামর্শ চেয়েছিলেন কিন্তু আমি আপনাদের কাছে পরামর্শ নেয়াটাই উত্তম মনে করলাম।তাকে কি পরামর্শ দিতে পারি আমি?ওনার জা কে সম্মানের চোখে দেখা হয় কিন্তু ওনাকে নিচু চোখে দেখা হয় এটাতে ওনার বেশি কষ্ট।হয়ত খাবার কিছু আনলে ওনার ছেলেকে আগে না দিয়ে তার জায়ের বাচ্চাকে দেয় এটাতেও উনি কষ্ট পান।আর হাসবেন্ডের কাছেও ওনার তেমন দাম নেই