অনেক প্রবাসী ভাইয়েরা দেখা যায় বিদেশে বিকাশের ব্যবসা করে থাকেন। তো তাদের ব্যবসার পদ্ধতিটা হলো, প্রবাসী ভাই দেশের একজন বিকাশ এজেন্টের মাধ্যমে বিদেশে ব্যবসা করে থাকে। প্রবাসে যেসব ভাইয়েরা কাজ করেন, তাদের অধিকাংশই দেখা যায় বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে থাকেন। এক্ষেত্রে বিদেশের বিকাশ ব্যবসায়ী তার মাসিক লেনদেনের পুরো টাকাটা দেশের বিকাশ এজেন্টকে ব্যাংকে পাঠিয়ে দেয়। তো প্রবাস যেই বিকাশ ব্যাবসায়ী আছেন উনি দেশের বিকাশ এজেন্ট কে সেই নাম্বার গুলো দেন এবং টাকার পরিমান গুলো বলে দেন, যেসব ভাইয়েরা বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠাতে চান। তো এটা হচ্ছে ব্যবসার ধরন। এভাবে কাউকে কোন কিছু ঠকানো হচ্ছে না। বিকাশ কোম্পানি প্লাস উভয়পক্ষই লাভবান হচ্ছে। যেহেতু এখানে কাউকে ঠকানো হচ্ছে না সেজন্য এখানে শরীয়তের কোন বিধি নিষেধ থাকার কথা না।
তো এখন বিষয় হচ্ছে, এই ব্যবসায়ীর পদ্ধতির ব্যাপারে বিকাশ হেল্প লাইনের সাথে কথা হয়েছে। তারা বলেছে এ পদ্ধতিটি তাদের নিয়মবহির্ভূত হিসেবে বিবেচিত হবে। তারা যে বিষয়গুলো বলেছে তা নিচে দেওয়া হলো:
# দুঃখিত, আপনার উল্লেখিত পদ্ধতিটি নিয়ম বহির্ভূত বলে বিবেচিত হবে।
# আপনার সুবিধার্থে আবারো জানাচ্ছি, প্রবাসী বাংলাদেশীরা শুধুমাত্র অনুমোদিত এবং তালিকাভুক্ত ফরেইন ব্যাংক, মানি ট্রান্সফার অর্গানাইজেশন(এমটিও) এবং মানি এক্সচেইঞ্জ হাউজগুলোর মাধ্যমে বাংলাদেশে প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন।
# উপরোক্ত পদ্ধতি ছাড়া অন্য যেকোন পদ্ধতিতে বিদেশ থেকে টাকা পাঠানো নিয়ম বহির্ভূত বলে বিবেচিত হবে।
এখন আমার করা প্রশ্ন হচ্ছে যে:
১. প্রথম প্রশ্ন হচ্ছে: যেহেতু আমার করা উপরুক্ত সিস্টেমে কাউকে প্রতারিত বা ঠকানো হচ্ছে না। কিন্ত বিকাশ কোম্পানি যেহেতু এটা তাদের নিয়মের বহির্ভূত বলছে এক্ষেত্রে এখানে শরীয়তের বিধান কি হবে?
২. দ্বিতীয় প্রশ্ন হচ্ছে: একজন বিকাশ এজেন্ট যেহেতু বিকাশ কোম্পানির হয়ে কাজ করতেছে। এক্ষেত্রে কি তার উপরোক্ত পদ্ধতিতে লেনদেন করা জায়েজ হবে? তার ওপর কি বিকাশের প্রত্যেকটা নিয়ম মানায় ফরজ? বিকাশ এজেন্ট কি সৌদি বিকাশ ব্যবসায়ীদের সাথে এভাবে ব্যবসা করতে পারবে?? বিকাশ কোম্পানি নিয়মের বহির্ভূত বলা সত্ত্বেও??
৩. তৃতীয় প্রশ্ন হচ্ছে: প্রবাস বিকাশ ব্যবসায়ী কি এভাবে ব্যবসা কনটিনিউ করতে পারবে কিনা? এভাবে ব্যবসা কনটিনিউ করা কি তার জন্য হারাম হবে??
* প্রিয় উওরদাতা উস্তায, আশা করি উপরে বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে পড়ে বুঝে আমার তিনটা প্রশ্নেরই জবাব দিবেন