আসসালামুআলাইকুম।
এভাবে প্রশ্ন করাটা আমার জন্য লজ্জার। এটা ঠিক জায়গা কি না সেটিও বলতে পারছি না। তবুও অনুরোধ থাকবে একটু গুরুত্বের সাথে আমার প্রশ্নটি দেখার।
আমার বয়স ২২, নারী। আমি অবিবাহিত এবং ছাত্রী। ভাঙা পরিবার। প্রায় চার বছর হলো দ্বীনে ফিরেছি। আল্লাহর হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করি। পাঁচ ওয়াক্ত নামায পড়ি, পর্দা করি, হারাম খাই না, প্রেম করি না। ভুল যে কখনো হয় না তা না, তবে ভুল হলে নিজেকে রবের দিকে আবার ফিরিয়ে আনি।
আমি দ্বীনে ফিরেছিলাম শান্তির খোঁজে। মানুষ বলে দ্বীনে ফিরলে সবদিকে অশান্ত পরিবেশে বসেও নাকি শান্তি পাওয়া যায়। আমাদের রবও বলেন, আল্লাহর স্বরণেই প্রশান্তি।
আমার প্রশ্ন হলো, আমি মনে শান্তি পাই না কেন? আমার কি কোনো ভুল হচ্ছে?
ক্ষমাপ্রার্থী এধরণের প্রশ্ন করার জন্য। আল্লাহ আমাকে খারাপ রাখেন নি। আমি খেতে পড়তে পাই ভালো। সমস্যা থাকলেও পরিবারের অবস্থাও খারাপ না। সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। কুরআন পড়লে সাময়িক উপশম হয়, এরপর আমি আবার সেই গভীর অন্ধকারে চলে যাই। আমি মনে শান্তি পাচ্ছি না কোনো ভাবেই। এটাই কি স্বাভাবিক? এটাই কি জীবন? নাকি আমার কোনো ভুলের কারণে আমি শান্তি খুঁজে পাচ্ছি না?