আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
166 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আসসালামু আলাইকুম৷ স্ত্রী যদি স্বামীর বিভিন্ন খারাপ কাজ সম্পর্কে অবহিত হয়ে তালাক দেওয়ার জন্য জোর করে,অতঃপর স্বামী তাকে তালাক দিতে রাজি হয় এবং মেসেজের মাধ্যমে তালাক দিবে বলে জানায়। অতঃপর স্বামী যদি তার স্ত্রীকে সমস্যায় ফেলার জন্য মেসেজ নিজে না লিখে তার কোন বন্ধুকে দিয়ে লেখায় তাহলে কি তালাক হয়ে যাবে??মানে বন্ধুকে দিয়ে লেখালে তালাক হবে না এই ভেবে,তারপর স্ত্রী অন্যত্র বিবাহ করলে তার সম্পর্ক হারাম হবে এসব উদ্দেশ্যে যদি স্বামী এমনটি করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে স্ত্রী যদি এ বিষয়টি না জেনে থাকে এবং সে ভাবে তার স্বামীই তাকে তালাক দিয়েছে। এবং ইদ্দত শেষ করে সে অন্যত্র বিবাহ করে তাহলে কি তার বিয়ে হারাম হবে???যেহেতু স্ত্রী জানে না যে তার স্বামী অন্য কাউকে দিয়ে মেসেজ লিখিয়েছে

1 Answer

0 votes
by (589,170 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামী যদি কাউকে তার স্ত্রী তালাকের কথা বলে, তাহলে এই বলার দ্বারাই তালাক পতিত হয়ে যায়। সুতরাং বন্ধকে দিয়ে তালাক লিখানোর দ্বারা তালাক পতিত হয়ে যাবে। যত তালাক লিখার কথা বলবে, তত তালাকই পতিত হবে। কোনো সংখ্যা উল্লেখ না করলে সর্বনিম্ন এক তালাক পতিত হবে। সুতরাং ইদ্দত পালনের পর স্ত্রী যদি অন্য কোথাও বিয়ে বসে, তাহলে সেই বিয়েও জায়েয হবে।

لما في الفتاوی الشامية:
"كتب الطلاق، وإن مستبينا على نحو لوح وقع إن نوى، وقيل مطلقا، ولو على نحو الماء فلا مطلقا. ولو كتب على وجه الرسالة والخطاب، كأن يكتب يا فلانة: إذا أتاك كتابي هذا فأنت طالق طلقت بوصول الكتاب جوهرة.
ولو قال للكاتب: اكتب طلاق امرأتي كان إقرارا بالطلاق وإن لم يكتب؛ ولو استكتب منآخر كتابا بطلاقها وقرأه على الزوج فأخذه الزوج وختمه وعنونه وبعث به إليها فأتاها وقع إن أقر الزوج أنه كتابة أو قال للرجل: ابعث به إليها، أو قال له: اكتب نسخة وابعث بها إليها، وإن لم يقر أنه كتابه ولم تقم بينة."
(کتاب الطلاق،باب صریح الطلاق ج نمبر ۳ ص نمبر ۲۴۷،ایچ ایم سعید)

وفي فتاوی محمودیہ:
"اگر آپ نے قاضی صاحب سے کہا کہ میں اپنی بیوی کو طلاق دینا چاہتا ہوں، آپ طلاق نامہ لکھ کر مکمل کر دیجیے تو اتنا کہتے ہی ایک طلا ق رجعی واقع ہوگئی خواہ بیوی کےپاس طلاق نامہ پہنچا اور اس نے وصول کیا ہو یا نہ کیا ہو الخ۔" (کتاب الطلاق، باب لاطلاق بالکتابۃ ج نمبر ۱۲ ص نمبر ۶۴۹، جامعہ فاروقیہ)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,170 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...