ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ফরয নামাযে আখেরি বৈঠকে তাশাহুদ,দুরুদ ও দু'আয়ে মা'ছুরা পরে সর্বশেষে ইসমে আজম পড়ে সালাম ফিরানো যাবে। এতে নামাজের কোনো ক্ষতি হবে না। তবে ইসমে আ'যমের নির্ধারণ নিয়ে উলামাদের মথ্যে তুমুল মতবিরোধ রয়েছে। নামাযে শুধুমাত্র কুরআন হাদীসে বর্ণিত দু'আ গুলোই পড়া যাবে। মুনফারিদ বা মুতানাফ্ফিল ব্যক্তিরাই একমাত্র ঐ দু'আ পড়তে পারবেন।
ফরজ এবং সুন্নাত নামাজের সিজদায় কুরআন-হাদীস থেকে দুয়া করা যাবে কি?
(২)কেউ যদি আল্লাহ কে বলে, আল্লাহ আমি দুর্বল অক্ষম কিন্তু আপনি তো দুর্বল না, তাই আমার প্রতি যারা যুলুম করেছে আপনি আমার হয়ে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েন।এভাবে দোয়া করার রুখসত থাকলেও ক্ষমা করে দেয়াই সর্বোউত্তম। বর্ণিত আছে যে, ক্ষমা করে দেয়াই সর্বোত্তম প্রতিশোধ।
(৩) প্রতিবেশী খৃষ্টানদের পাঠানো খাবার গ্রহণ করা যাবে।তবে তাদের সাথে আন্তরিকতা রাখা জায়েয হবে না।এবং তাদের জবাইকৃত প্রাণী ভক্ষণ করা জায়েয হবে না।কেননা তারা জবাইয়ের সময় আল্লাহর নাম দেয় না। হ্যা, যদি জানা যায় যে, তারা জবাইয়ের সময় বিসমিল্লাহ্ বলেছে, তাহলে তাদের খাবার ভক্ষণ করা যাবে।