ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)বিয়ের আগে যখন অবৈধ সম্পর্ক ছিল তখন তাদের বাড়িতে আপনি বেড়াতে গিয়েছিলেন, তখন আসার সময় একজন বন্ধু সব বন্ধুদের সামনে আপনাকে বলল, আজকে চলো একদিন তো এই বাড়িতেই আসতে হবে। আপনি তখন হেসে বলেছিলেনন, হ্যা। তখন তিনি ও সাথে ছিলো। এদ্বারা বিবাহ হবে না।
(২)তাছাড়া অন্য সময় সকল বন্ধুদের সামনে কেউ কেউ আপনাদেরকে জামাই বউ, এভাবে বলে ডাকত বা অমুকের বউ, অমুকের জামাই বলে ডাকত, আপনারা একজায়গায়ই থাকতেন, আর শুনে হাসতেন, হ্যা এবং অন্য কিছু বলেও জবাব দিতেন, এদ্বারাও বিবাহ হবে না।
(৩)আবার কেউ কেউ সবার সামনে বলত যাও তুমার উনারে নিয়া আস বা তোমার উনার ধারে যাও। আপনারা তখন জবাব ও দিতাম। বা যাইতেছি এইরকম ও বলতেন, এদ্বারাও বিয়ে হবে না।
(৪) আরেকদিন আপনাদের বন্ধু একজন সবার সামনে বলল আমি ওর মামা হই, তাহলে তো সম্পর্কে তুমি আমার ভাগনার বউ। সে আর আপনি শুনে হাসছিলেন। তিনি শুনে বলেছিল হ্যা, মামা। আর আপনি বলছিলেনন, হ্যা আমিও তোমাকে মামা ডাকব।
এদ্বারাও বিয়ে হবে না।
(৫) মাঝে মাঝে সে আমাদের বাড়িতে আসার সময় তাকে সবার সামনে তারা বলত শ্বশুর বাড়ি যাচ্ছিস নাকি? তখন সে বলত, হ্যা। পরে এসে আপনাকে এসব বলত, আপনি শুনে হেসে বলতেনন, ভালোই তো। এদ্বারাও বিয়ে হবে না।
(৬) আপনাকে ও সবাই মাঝে মাঝে বলত ওই গ্ৰামের বউ বা অমুকের বউ। আপনিও পরে তাকে বলতেন,সে শুনে বলত, হ্যা, আমার বউ ই তো। এদ্বারা বিয়ে হবে না।
(৭) সে কখনো নিজ মুখে সবার সামনে বউ বলেছে কি না বা আমি তখন কিছু বলেছি কি না, এইটা আপনারা নিশ্চিত নন। তাই বিয়ে হবে না।
(৮) মাঝে মাঝে ফোনে বা মেসেজ এ আপনারা একে অপরকে স্বামী মনে করে বা স্ত্রী মনে করে এসব বলতেন, তখন এগুলো কেউ শুনতনা, তাই বিয়ে হওয়ার কোনো প্রশ্নই আসে না।
(৯) সম্পর্কের শুরুতে সে সবার সামনে প্রপোজ করেছিল, আপনিও তার উত্তর দিয়েছিলেন, এদ্বারা বিয়ে হবে না।
(১০) একদিন সে একটি রিং পড়িয়ে দিয়েছিল সেটা অনেকে দেখেছিল। তখন কিছু বলেছিল কিনা আপনার মনে নাই। এদ্বারাও বিয়ে হবে না।