আসসালামু আলাইকুম
আমাদের তালাক হয়ে গেছে।আমাদের ছোট ২ টি বাচ্চা আছে।তালাক হয়ছে রাগে।আমরা অনুতপ্ত এখন একসাথে থাকতে চায়। এখন অন্য জায়গায় বিয়ে দিতে হবে। সব দিক দিয়ে বিবেচনায় নিচের প্রশ্নগুলোর উত্তর দিলে খুব উপকৃত হবো।
১। আমার স্ত্রীর বন্ধু আছে যে আমাদের তালাকের বিষয় টা জানে,।আমার স্ত্রী এবং তার বন্ধু ২ জনেই জানে বিয়ের কিছুদিন পরে তালাক চেয়ে নিবে আর একজন দিবে।কিন্তু কতোদিন সংসার করতে হবে সেটা বিয়ের আগে উল্লেখ থাকবে না।১ দিন ও হতে পারে ১ মাস ও হতে পারে। ২ জনের মনে মনে থাকবে যে কিছুদিন পর তালাক হবে।
২।আমরা যদি টাকা দিয়ে লোক ঠিক করি বিয়ের পর তাদের সহবাস হলো তারপর তালাক দিলে কি ১ম স্বামীর জন্য বৈধ হবে?
উপরোক্ত ২ টি তরিকার মধ্যে কোনটি জায়েজ।আর কিভাবে করলে বৈধ বা জায়েজ হবে ১ম স্বামীর জন্য।