আসসালামু আলাইকুম স্যার
বিয়ে সংক্রান্ত বিষয়ে একটা পরামর্শের জন্য প্রশ্ন করছি
২০২০ সালে করোনার লকডাউন এর সময় আমি ওজন কমানোর জন্য বিশেষ ধরনের একটা ডায়েট করেছিলাম বিশ দিনের জন্য।
উক্ত ডায়েট এর পার্শপ্রতিক্রিয়া স্বরূপ আমার যৌন চাহিদা একেবারেই কমে যায় এবং লিঙ্গ উত্থান জনিত সমস্যা (লিঙ্গ শক্ত হচ্ছে না) দেখা দেয়। উল্লেখ্য এর আগে সবকিছুই ঠিক ছিল। আমি বিয়ে করার জন্য মেয়েও দেখছিলাম।
এরপর তিন বছর পার হয়েছে। বিভিন্ন ডাক্তার এর কাছে চিকিৎসা করিয়েছি কিন্তু যৌন চাহিদা এবং লিঙ্গোত্থান আর স্বাভাবিক অবস্থায় আসেনি।
বর্তমানে আমি যে ডাক্তারের অধীনে চিকিৎসাধীন আছি তিনি আমার বীর্য পরীক্ষা করে কিছু অস্বাভাবিকতা পেয়েছেন এবং আমাকে জানান বীর্যের বর্তমান যে অবস্থা তাতে বাচ্চা নেয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে আবার নাও হতে পারে মানে খুব খারাপ অবস্থা নয় আর ইতোমধ্যে যদি অবস্থার উন্নতি হয় তাহলে আর সমস্যা হবে না।
এমতাবস্থায়, আমি বিয়ে করবো কি করবো না এই সিদ্ধান্তের জন্য ইস্তিখারার নামাজ পড়েছিলাম
কিন্তু ঘুমের মধ্যে আমি কোন বিয়ে করার কোন ইঙ্গিত পাই নি তবে ইস্তিখারার নামাজের আগে থেকেই আমার খুবই বিয়ে করতে ইচ্ছা করছে।
বিষয়টা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে এই কারণে যে, দীর্ঘদিন একা থাকার কারণে (আমি চাকরি করি এবং বাসায় একা থাকি, আমার পরিবার গ্রামের বাড়ি থাকে) আমার মানসিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে বিয়ের বয়স চলে যাচ্ছে। বর্তমানে বয়স ৩৩। বিষয়টা এমন যে, বিয়ে করলে এখনই করতে হবে আর না করলে সারা জীবন একা থাকতে হবে।
একা থাকার মতন দক্ষতা আমার আছে। রান্না করা এবং অন্য সকল কাজ আমি নিজের কাজ নিজেই করি।
কিন্তু সমস্যা হচ্ছে একাকী এভাবে দিনের পর দিন থাকলে মন এবং মস্তিষ্কের যে একটা চাপ অনুভব করি এটা থেকে তো কোনো মুক্তি নেই। আমলের সাথেই থাকি কিন্তু অস্বস্তিকর অনুভূতি থেকেই যাচ্ছে।
সে ক্ষেত্রে আমি আপনার কাছে পরামর্শ চাচ্ছি আমার এমতাবস্থায় করণীয় কি?
আমি কি শারীরিক অক্ষমতার বিষয়টা লুকিয়ে বিয়ে করে ফেলাবো নাকি মেয়ের সাথে যখন কথা হবে তখন তাকে শারীরিক অক্ষমতার বিষয়টা বলবো ? ৯৯ ভাগ সম্ভাবনা যে এই অক্ষমতার কথা জানলে সে বিয়েতে রাজি হবে না।
তবে ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন বিয়ে করে ফেলার কারণ বীর্যের অবস্থা ছাড়া আমার অন্য সকল রিপোর্ট নরমাল এবং উনি বলেছেন বিয়ে করলে এটা ঠিক হয়ে যেতেও পারে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইসলামের আলোকে আমাকে আমার করনীয় কি তা জানিয়ে আমাকে উদ্ধার করবেন।