আস্সালামুআলাইকুম হুজুর ,আমার কিছু প্রশ্ন ছিলো,যখন দেখি কেউ হারাম সম্পর্কে জড়িত ,তখন তাকে আমার খুব অশ্লীল মনেহয় এবং মন থেকে তার প্রতি অনেক ঘৃণা কাজ করে ,চাইলেও মন থেকে ভালো করে কথা বলতে পারিনা তার সাথে ,আমার কিছু অন্টি আছেন যারা নন মাহরামদের সাথে কলে নরম সুরে কথা বলে ,না চাইতেও আমার্ তাদের প্রতি ঘৃণা হচ্ছে ,আর তাদের সাথে কথাও বলতে ইচ্ছে হয়না ,বাধ্য হয়ে বলি। মনে এরূপ ঘৃণা আশা কি পাপ ? আমি যদি তাদের সাথে হাসি মুখে কথা না বলি তাহলে কি আল্লাহ নারাজ হবেন ?আমি তাদের সাথে স্বাভাবিক থাকতে চাইলেও পারিনা। আবার প্রতিবেশী একজন অন্টি আছেন ,খাস পর্দা করেন ,একটা মাদ্রাসার শিক্ষিকা ,+ আমার ছোটো ভাইকেও আরবি পড়ান ,উনার প্রতি আমার অন্তরের ভিতর থেকে সন্মান ছিল অনেক বেশি ,আমার আবেগের জায়গা ছিলেন ,উনাকে দেখলেই নিজেকে ছোট মনে হতো সব সময় মনে হতো আল্লাহ নিশ্চই উনাকে অধিক পছন্দ করেন ক,উনি হয়তো আমার থেকে বেশি দ্বীনদার কিন্তু আমি কোনোদিন ভাবতেও পারিনি যে উনি এমনটা করতে পারেন। উনি বিবাহিত ৩ বেবি এর মা ,স্বামী বিদেশে থাকেন ,উনি হারাম রিলেশনে জড়িত ,শুধু মনে হয় যে একজন মা হয়েও কিভাবে এতটা নোংরা হওয়া যায় ,আমি তার এরূপ আচরণে অনেক ভেঙে পড়েছি ,যে আমার অনুপ্রেরণা ছিল তাকেই আজ আমার অপছন্দ করতে হচ্ছে ,খুব ভালোবাসতাম তাকে আল্লাহর জন্য। তার সাথে যদি আমি কম কথা বলি ,বা নিজে থেকে কথা না বলি ,তবেকি আল্লাহ নারাজ হবেন ?২)আমি যখন থেকে বড় হয়েছি আমার অনেক বড় আফসোস হয় যে আমাকে কেন ছোটবেলায় মাদ্রাসায় পড়ানো হলোনা আমাকে কেন হাফেজি পড়ানো হলোনা ,আমিও হাফেযা হতে পারতাম ,কেন আমার সাথে এমন হলো ,আমিও আজকে আল্লাহর অনেক প্রিয় হতে পারতাম হয়তো ,আমি হয়তো জীবনে এতো পাপ করতামনা ,আমার খুব কষ্ট হয় আর আফসোস হয় ,নিজেকে ছোট মনেহয় ,যে আল্লাহর প্রিয় হতে পারিনি হয়তো ,যদি হাফেজ ,আলেমা ,হতে পারতাম আল্লাহ আমাকে কতইনা পছন্দ করতো। নিজের ভাগ্যের উপরে এরূপ চিন্তা মনে আশা কি পাপ ? তকদিরকে এভাবে দোষ দেওয়া।
৩)আমি বর্তমানে অনার্সে ভর্তি হবো + জানুয়ারিতে আমার আলেম কোর্স + আমাকে দিনে ৬-৮ ঘন্টা ওয়েবডেভেলোপমেন্টএর জন্য সময় দিতে হয় মূলত এটাও আমি দ্বীনের জন্যেই করতে চাই সবাইকে সাহায্য করতে হলে দ্বীনি শিক্ষা ব্যবস্থা করার জন্য আমাকে টাকা উপার্জন করতে হবে আমার ইচ্ছে যে আমি গ্রামের সবার জন্য দ্বীনিশিক্ষার ব্যবস্থা করে দিবো এবং বাবামায়েরও ইচ্ছা যে আমি নিজের পায়ে দাড়াই এরূপ অবস্থায় মৃত্যুর আগে কোনোভাবেই হাফেজ হবার কি আমার কোনো পথ আছে। আমি কি সবগুলো একসাথে করতে পারবো ? আমি কি চাইলে এখন হাফেজ হতে পারবো, ঘরে বসে ?
৪)কোনো মেয়ে যদি আত্মনির্ভরশীল হয় ,ঘরে বসে পর্দার সহিত হালাল উপার্জন করে ,নিজে সাবলম্বীহয়, এবং তার ইচ্ছে হলো গ্রামের সব শিশু ও মা বোনদের জন্য দ্বীনি শিক্ষা নিশ্চিত করা ,সে নিজের বাড়িতে সব শিশু ও মাবোনদের ফ্রীতে কুরআন /হাদিস শিক্ষা দিতে চায় ,মেয়েটি সারাজীবন বিয়ে না করে নিজের বাড়িতে থেকে যদি নিজের এই কাজ চালিয়ে যায় এবং নিজের চরিত্রকে হেফাজত করতে পারে,তবে কি তার জান্নাতে যাওয়া কঠিন হবে ?