আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১/ আমি ছেলে। বেশ ক'দিন যাবত আমি একই স্বপ্ন বারবার দেখছি। আর তা হলো, আমার পছন্দের একজন মানুষ আমাকে তাড়া করছে এবং শেষে আমি একটা জলাশয়ের সামনে যাচ্ছি এবং সে আমাকে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি পানিতে হাশপাশ করতে করতে ঘুম ভেঙ্গে যায়।
যে মানুষটা আমাকে স্বপ্নে ধাক্কা দেয়। তাকে আমি পছন্দ করি এবং আমাদের বিয়ের কথাবার্তাও চলছে। ইস্তেখারার নিয়তে কয়দিন সালাত আদায় করেছি এ প্রসঙ্গে। মন তাকেই চাইছে। অথচ স্বপ্নে এমনটা দেখছি।
২/ গত রমজানে মসজিদে আল্লাহপাক শেষ ১০ দিন ইতেকাফের তৌফিক দিয়েছিলেন আমায়। সে সময় ইতেকাফ এ থাকাকালীন স্বপ্নে একটা আলো দেখতে পাই। অনেক বেশি দীপ্তিমান ছিল সেই আলো। তারপর সে আলো থেকে ছায়ার মত একজন মানুষের অবয়ব দেখি। তারপর আবার সে আলোতে সেই অবয়বটি মিলিয়ে যায়।
এই স্বপ্ন ইতেকাফের শেষ সময়ে পরপর দুদিন দেখেছি। তারপর কিছুদিন পর আবার দেখেছি। আর দেখিনি।
এখন যখন আমি ১ং স্বপ্নটা দেখলাম বেশ কদিন টানা। তারপরেই আবার ২ং স্বপ্নটাও দেখেছি গতকাল রাতে। কিন্তু এখানে ওই আলো থেকে বের হওয়া অবয়বটি আরো স্পষ্ট ছিল। কিন্তু মুখমন্ডল পরিষ্কার বোঝা যায় না। আমাকে কিছু বলতে গেলেই ঘুম ভেঙ্গে যায়।
> আমার প্রশ্ন হলো, আমি ১ং স্বপ্নের কারন জানতে চাই। কারন, ওই মানুষটার সাথে আমার বিবাহের ব্যপার আগাচ্ছে। কিন্তু কেনোইবা স্বপ্নে বারবার দেখছি যে সে মানুষটা আমায় পানিতে ধাক্কা মেরে ফেলে দিতেছে? আমি এটা মাথা থেকে ফেলে দিতে পারছি না। এটা কিসের ইঙ্গিত?
দ্বিতীয়ত, ২ং স্বপ্ন টাও পিছু ছাড়ছে না।
[উল্লেখ্য যে, আমি আমার জীবনে হেদায়েতের নুর অনুভব করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু সময়ের সাথে ১, ২ করে সালাত ছুটে যায়। দ্বীন থেকে সরে গিয়েছি, কিন্তু অন্তরে এ নিয়ে অনুশোচনাবোধ হয়। রবের দিকে আবার ফিরতে ইচ্ছে হয়। দ্বীন ও সুন্নাহকে আবারো আমৃত্যু সঙ্গী করতে ইচ্ছে হয়, চেস্টা করছি আপ্রাণ]