ব্যাপারটা কেমন যেন হয়ে গেলো না। এখন তো এথেকে আরো কিছু প্রশ্ন করা যায়। -
(১.) স্ত্রীর মনের মধ্যে যদি এমনটা থাকে এবং বিয়ের পরবর্তী সহবাসের পর স্ত্রী তালাক চায়, এখন স্বামী যদি তালাক দিতে অস্বীকৃতি জানায় তবে? কারণ স্বামীর পূর্ণ ক্ষমতা আছে।
(২.) যদি ২য় স্বামী সামাজিকভাবে বা মানসিকভাবে চাপের মাঝে থাকে, যে তাকে তালাক দিতেই হবে [উক্ত প্রশ্নে উল্লিখিত প্রেক্ষাপটে] এবং স্ত্রীও বিয়ের পর সহবাসের পর তালাক চায় তখন এটা কি জায়েজ হবে? এটা তো এক প্রকার হিল্লা বিয়ে হয়েই গেলো। কারণ তাদের নিয়তই তো ছিলো কিছুদিনের জন্য বিবাহ করা (শুধুমাত্র তা বাইরে প্রকাশ করা হয়নি)।
(৩.) ইসলামে এই রকম বিবাহের শর্ত সম্পর্কে আমি যা পড়েছি সেটি হলো: স্ত্রী যদি দ্বিতীয় বিবাহ করে এবং সহবাসও করে; এবং পরবর্তীতে কোনোসময় তাকে তালাক দেওয়া হয় তবে তাহলে সে ইদ্দত পালনপূর্বক প্রথম স্বামীর নিকট আসতে পারে। কিন্তু প্রশ্নোক্ত ক্ষেত্রে, ২য় স্বামী ও স্ত্রী এই নিয়তেই বিয়ে করছে যে, তারা নির্দিষ্ট সময় পর বিচ্ছিন্ন হয়ে যাবে। এরকম মন মানসিকতা কি ইসলাম support করে? আর যদি না করে, তবে এটাকে জায়েজ বললেন কিভাবে? আর এটাতো আমার কাছে হিল্লা বলেই মনে হচ্ছে।