আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
125 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
আমার স্বামী অনেক রাগী।হঠাৎ করেই রেগে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।উল্টো পালটা গালাগাল করে।যখন রাগ কমে যায় তখন অনুতপ্ত হলেও, পরে আবার রাগ হলে একই কাজ করে।নিজের উপর নিয়ন্ত্রণ নেই।শুধু আমার সাথেই না,সবার সাথেই রাগ করে।কিন্তু আমার সাথে বেশি রাগ করে।এখন পরিবারের সবার সাথেই সম্পর্ক খারাপের পথে এবং রাগ করে আমাকে তালাকের ভয়ও দেখায়।আমার খুব ভয় হয় যদি হঠাৎ করে রেগে গিয়ে তালাক দিয়ে দেয়,তখন তো সবই শেষ হয়ে যাবে।আমি আমার পরিচিত একজন আপুর নিকট একজন মাওলানার সন্ধান পেয়েছি।উনি স্বামী স্ত্রীর মধ্যের বিভিন্ন সমস্যা সমাধান করেন।উনার পেইজের কিছু জিনিস আমার কাছে সন্দেহ লেগেছে।ওই জিনিসগুলো জায়েয কিনা বুঝতে পারছি না।উনার পেইজে উনি বশীকরণ এর কথা উল্লখ আছে।এমন অবস্থায় আমি কি উনার সাহায্য নিতে পারি?উনার কাজ যায়েজ না হলে আমি কিভাবে ইসলামিপক শরিয়াহ অনুযায়ী কিভাবে সমাধান পেতে পারি?
by (11 points)
বশীকরণ এইগুলা হারাম, তারা মূলত জ্বীনের মাধ্যমে এইগুলা করে থাকে। আপনার স্বামীকে রাগের অপকারিতা বিষয়ের বই পড়তে দিন

1 Answer

0 votes
by (678,880 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

তাবিজে কুরআনের আয়াত, আল্লাহর নাম, দুআয়ে মাসুরা বা শিরকমুক্ত অর্থবোধক থাকলে তা  জায়িজ।  কেননা এসব তাবিজের ক্ষেত্রে মুয়াসসার বিজজাত তথা আরোগ্যের ক্ষমতা আল্লাহ তাআলাকেই মনে করা হয়। 
.
হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الأَشْجَعِيِّ، قَالَ كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي ذَلِكَ فَقَالَ " اعْرِضُوا عَلَىَّ رُقَاكُمْ لاَ بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ " .

আবূ তাহির (রহঃ) ..... আওফ ইবনু মালিক আশজা'ঈ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা জাহিলী (মূর্খতার) যুগে (বিভিন্ন) মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করতাম। এজন্যে আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আবেদন করলাম- হে আল্লাহর রসূল! এক্ষেত্রে আপনার মতামত কি? তিনি বললেন, তোমাদের মন্ত্রগুলো আমার নিকট উপস্থাপন করো, ঝাড়ফুঁকে কোন দোষ নেই- যদি তাতে কোন শিরক (জাতীয় কথা) না থাকে। (মুসলিম ৫৬২৫ ইসলামিক ফাউন্ডেশন ৫৫৪৪, ইসলামিক সেন্টার ৫৫৬৯)

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত মাওলানা সাহেব যদি কুরআনের আয়াত, আল্লাহর নাম, দুআয়ে মাসুরা বা শিরকমুক্ত অর্থবোধক শব্দ দিয়ে তাবিজ করে আপনার স্বামীকে বশীকরন করে,সেক্ষেত্রে তালাক হতে বাঁচতে আকীদা বিশুদ্ধ রেখে সেই পদ্ধতি অবলম্বন জায়েজ হবে। 

এক্ষেত্রে আপনার স্বামীকে রাগ নিয়ন্ত্রণের সুন্নাহ সম্মত পন্থা গুলি শিখিয়ে দিবেন,তাহলে আরো ভালো হবে।

রাগ কমানোর আমল সংক্রান্ত জানুনঃ 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...