ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
পাত্র/পাত্রী দেখে সম্মতিসূচক শব্দ বললে বিয়ে হবে না।
لما في الفتاوي الهندية ج ١ ص ٢٧٢
ولا ينعقد بلفظ الإجارة في الصحيح والإعارة والإباحة والإحلال والتمتع والإجازة والرضا ونحوها، كذا في التبيين.
(২) পাত্রর বাবা যদি বলে যে, "আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর পরে কথা বলি" এতে বিয়ে বা ইজাব কবুল হবে না।
(৩)মেয়ের মা যদি ছেলের বাবার উপরোক্ত কথায় কোনও সম্মতিসূচক শব্দ বলে, তাহলে ইজাব কবুল হবে না।
(৪) ছেলে নিজ থেকে বললো মেয়ে দেখে পচ্ছন্দ হইছে, মেয়ে মনে মনে রাজি মুখে কিছু বললো না। ছেলের কথা শরীয়ত সম্মত সাক্ষীরা শুনলেও ইজাব কবুল বা বিয়ে হবে না।
(৫) মেয়ে জিজ্ঞেস করলো যে, তাকে পছন্দ হইছে কি না? ছেলে বলল, হ্যা পছন্দ হইছে। মেয়ে মনে মনে রাজি, কিন্তু মুখে কিছু বললো না। এক্ষেত্রে শরীয়ত সম্মত সাক্ষীরা শুনলেও ইজাব কবুল বা বিয়ে হবে না।