ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
"স্বামী জানতো না যে ডিভোর্স মানেই তালাক..উনি ভেবেছিলো ডিভোর্স মানে ছেড়ে যাওয়া কথিত Bf Gf ছেড়ে যাবার মতোন বিষয়টা মতো ভেবেছিলো "
যদি বাস্তবেই স্বামী ডিভোর্স শব্দের অর্থ না জানে যে, ডিভোর্স শব্দ দ্বারা তালাক হয়ে যায়, বরং স্বামীর ধারণা ছিলো, ডিভোর্স শব্দের অর্থ হল, ব্রেকআপ বা এর মত কিছু, তাহলে দিয়ানাতান তালাক হবে না।
وإذا قال الرجل لامرأته أنت طالق ولا يعلم معنى قوله أنت طالق فإنه يقع الطلاق وإذا قال لامرأته أنت طالق ولا يعلم أن هذا القول طلاق طلقت في القضاء ولا تطلق فيما بينه وبين الله تعالى هكذا في الذخيرة (الفتاوي الهندية -ج ١ ص٣٥٣)