আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
260 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।একটা মাসালা জানার ছিল।আমার এক পরিচিত বোনের ঘটনা।একপর্যায়ে স্ত্রী স্বামীকে দুষ্টামির ছলে বলেছে আমাকে ডিভোর্স দাও.. স্বামী ও না বুঝে দুষ্টামির ছলে স্ত্রী'কে বলেছে ডিভোর্স ডিভোর্স ডিভোর্স। তাদের কথপকথন ফোনের মাধ্যমে হয়েছে। এবং স্বামীস্ত্রী দু'জনেই এখানে (তালাক) শব্দটি ব্যবহার না করে ডিভোর্স শব্দটি ব্যবহার করেছে। উদ্দেশ্য স্বামী জানতো না যে ডিভোর্স মানেই তালাক..উনি ভেবেছিলো ডিভোর্স মানে ছেড়ে যাওয়া কথিত Bf Gf ছেড়ে যাবার মতোন বিষয়টা মতো ভেবেছিলো উনি...এখন তারা ২ জনেই তাদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত। এই অবস্থায় তাদের কি তালাক হয়ে গেছে?
by (12 points)
দুষ্টমির ছলে বললেও শুনেছি তালাক হয়ে যায় বা যাবে। আর বুঝলাম নাহ, এইগুলা আবার কেমন দুষ্টামি তালাকের মত খুব সেনসেটিভ বিষয় নিয়ে।

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
"স্বামী জানতো না যে ডিভোর্স মানেই তালাক..উনি ভেবেছিলো ডিভোর্স মানে ছেড়ে যাওয়া কথিত Bf Gf ছেড়ে যাবার মতোন বিষয়টা মতো ভেবেছিলো "


যদি বাস্তবেই স্বামী ডিভোর্স শব্দের অর্থ না জানে যে, ডিভোর্স শব্দ দ্বারা তালাক হয়ে যায়, বরং স্বামীর ধারণা ছিলো, ডিভোর্স শব্দের অর্থ হল, ব্রেকআপ বা এর মত কিছু, তাহলে দিয়ানাতান তালাক হবে না।

وإذا قال الرجل لامرأته أنت طالق ولا يعلم معنى قوله أنت طالق فإنه يقع الطلاق وإذا قال لامرأته أنت طالق ولا يعلم  أن هذا القول طلاق  طلقت في القضاء ولا تطلق فيما بينه وبين الله تعالى هكذا في الذخيرة (الفتاوي الهندية -ج ١ ص٣٥٣)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (3 points)
ওনাদের কি তাহলে তালাক কি হয়ে গেছে শায়েখ?
by (606,750 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...