আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
178 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)

আসসালামু আলাইকুম প্রিয় ‍উস্তায!
আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হয়ে উঠতে চাই,সেই আঙ্গিকেই ইসলামিক অনলাইন মাদ্রাসার একজন ছাত্র হিসেবে নিযুক্ত আছি।আমার নাম শেখ মুহাম্মদ মুরসালিন, কিন্তু সম্প্রতি কিছু ইসলামিক ব্যক্তিত্বদের মাঝে জানতে পারি মুরসালিন নামটা নাকি মানুষের জন্য শোভা পায় না এটা নাকি নবী-রাসূলদের উপাধি।সেজন্য তারা আমাকে পরামর্শ দিয়েছে আমি যেন অতি দ্রুত নামটা পরিবর্তন করে নেয় এমনকি কাগজে-কলমেও পরিবর্তন করে নেয়।যদি নামটা আসলেই পরিবর্তন করতে হয় তাহলে এর দলিল টা কি? আশা করি আমাকে বিস্তারিত বুঝিয়ে দিবেন।যদি উপযুক্ত দলিল পায় তাহলে আমি সকল প্রকারের বাধা বিপত্তি এরিয়ে নিজের নামটা পরিবর্তন করে নেব ইনশাল্লাহ। আমি চাইনা যেটা ইসলাম আমাকে অনুমতি দেয়না বা ইসলামের দৃষ্টিতে অসুন্দর তা আমি বহন করি,,

1 Answer

+1 vote
by (606,450 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুরসালিন অর্থ বার্তাবাহকগণ। মুরসালিন নাম রাখতে পারবেন।তবে উত্তম হল, এই নামকে পরিহার করে ভিন্ন কোনো নাম যেমন নবীদের নাম থেকে কোনো নাম রাখা।

পাকিস্তানের বিন্নুরি টাউন মাদরাসার দারুল ইফতা থেকে প্রকাশিত একটি ফাতাওয়ায় বলা হয় যে,
’’مرسلین‘‘  مرسل کی جمع ہے، جس کے معنی بہت سے پیغام رساں/   پیامبر  ہیں،  مذکورہ نام اگرچہ رکھ سکتے ہیں، اور اس نام کا برا اثر نہیں ہے،  تاہم انبیاءِ کرام علیہم السلام  یا  صحابہ کرام رضی اللہ عنہم کے اسماء میں سے کسی نام کا انتخاب بہتر ہوگا۔
"مُرْسَل : (معجم الغني) :
جمع: ـون، مَرَاسِيلُ، ـات.
(مفعول مِنْ أَرْسَلَ).
1- مُرْسَلٌ إِلَى القَوْمِ : الْمَبْعُوثُ إِلَيْهِمْ.الأعراف آية 75 أَتَعْلَمُونَ أَنَّ صَالِحاً مُرْسَلٌ مِنْ رَبِّهِ (قرآن).
2- الْمُرْسَلُ إِلَيْهِ : الْمُوَجَّهُ إِلَيْهِ الكَلاَمُ أَوِ الرِّسَالَةُ.
3- شِعْرٌ مُرْسَلٌ : شِعْرٌ غَيْرُ مُقَيَّدٍ بِقَافِيَةٍ.
4- نَثْرٌ مُرْسَلٌ : خَالٍ مِنَ السَّجْعِ وَالْمُحَسِّنَاتِ.
5- حَدِيثٌ مُرْسَلٌ : هُوَ مَا سَقَطَ مِنْ إِسْنَادِهِ الصَّحَابِيُّ.
6.: سُورَةٌ مِنْ سُوَرِ القُرْآنِ.المرسلات آية 1،2 وَالْمُرْسَلاَتِ عُرْفاً فَالعَاصِفَاتِ عَصْفاً (قرآن): الرِّيَاحُ". فقط والله أعلم

فتوی نمبر : 144110201155
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,450 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...