আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
87 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (24 points)

আসসালামু আলাইকুম জনাব
 

১) ইসলামে বই লিখার শরয়ী বিধান কি? যেকোনো ধরনের বইয়ের ক্ষেত্রে। কোরআন হাদীসের আলোকে বললে উপকৃত হতাম। 


 

২) কিভাবে যেকোনো ধরনের বই লিখলে সেটা বিক্রি করে অর্থ লাভ করা হালাল হবে?  কোরআন হাদীসের আলোকে বললে উপকৃত হতাম। 


 

৩) বইটা যদি এমন প্লাটফর্মে পাবলিশ করা হয় যেখানে অমুসলিম পাঠকেরা বই বেশি পরিমাণে ক্রয় করার সম্ভাবনা রয়েছে মুসলিম পাঠকদের তুলনায় তাহলে কি বিধানে পার্থক্য হবে? কোরআন হাদীসের আলোকে বললে উপকৃত হতাম। 



 

৪) বই লিখতে কি আর্টিফিসয়াল ইনটেলিজেন্স ব্যবহার করা যাবে? কোরআন হাদীসের আলোকে বললে উপকৃত হতাম। 


 

জাযাকাল্লাহু খাইরান।

1 Answer

+1 vote
by (717,440 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইসলাম বিরোধী নয়, এবং অশ্লীলতা নয় এমন যেকোনো ধরণের বই আপনি লিখতে পারবেন।

(২)
বই লিখে সত্ব সংরক্ষণ করে উপার্জন করা যাবে। হাদীসে এসেছে,
হযরত আসমুর ইবনে মুদরাস (রা.) থেকে একটি হাদীসে বর্ণিত হয়েছে যে, 'আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে হাজির হয়ে তার হাতে বাইআত গ্রহণ করি।এ সময় নবী আকরাম সাল্লাল্লাহু অালাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,' যে ব্যক্তি ওই বস্তুর দিতে অগ্রসর হল, যে বস্তুর দিকে কোনো মুসলমান অগ্রসর হয় নাই,তাহলে ওই বস্তু ওই ব্যক্তির।(যে ওই দিকে প্রথম অগ্রসর হয়েছে।)আবু-দাউদ:৪/২৬৪ হাদীস নং২৯৪৭)

আসমার ইবনু মুযাররিস (রাঃ) হতে বর্ণিত।
وَعَنْ أَسْمَرَ بْنِ مُضَرِّسٍ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْتُهُ فَقَالَ: «مَنْ سَبَقَ إِلَى مَاءٍ لَمْ يَسْبِقْهُ إِلَيْهِ مُسْلِمٌ فَهُوَ لَهُ» . رَوَاهُ أَبُو دَاوُد
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে (ইসলামে দীক্ষেত হওয়ার) বায়’আত করলাম। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যে ব্যক্তি কোনো পানির (কূপের) কাছে প্রথমে পৌঁছে, আর ঐ পানির কাছে তার পূর্বে কোনো মুসলিম পৌঁছেনি, তখন সেটা তার (হক)। (আবূ দাঊদ-৩০৭১,মিশকাত-৩০০২)

বিন্নুরী টাউন মাদরাসা থেকে প্রকাশিত একটি ফাতাওয়ায় বলা হয়েছে,
صورتِ  مسئولہ میں اگر کہانی لکھنے والا شخص اپنی کہانی میں کسی  قسم کا فحش یا غیر اخلاقی  مواد شامل نہیں کرتا اور کہانی فروخت کر دیتا ہے، اور خریدار اپنے اختیار سے اس کہانی کی عکس بندی کرتا ہے، اور اس میں کسی قسم کی میوزک و جان دار  کو شامل نہیں کرتا تو اس صورت میں دونوں کی کمائی حلال ہوگی۔  البتہ اگر خریدار عکس بندی کے دوران موسیقی یا جان دار کی ویڈیو بھی شامل کرتا ہے تو اس صورت میں خریدار کی کمائی حلال طیب نہ ہوگی۔  فقط واللہ اعلم
فتوی نمبر : 144012201682
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن-

বিঃদ্রঃ
অভিজ্ঞতায় দেখা গেছে যে, যে বা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বা মাখলুকাতের সেবা করার জন্য বই লিখেছেন, তাদের বইগুলোই সর্বজন প্রিয় হয়েছে। এবং সর্বাধিক বিক্রিত হয়েছে, সুতরাং বই লিখার মুহূর্তে আল্লাহর সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখতে হবে। 
সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তেই কাজ করা উচিৎ।

(৩)
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দ্বারা যদি উদ্দেশ্য হয়, এমন কোনো কাজ যা নিজে করা সম্ভবপর নয়, তাহলে এমন কাজকে নিজের নামে প্রচার করা ধোকা ও প্রতারণা হয়ে যাবে। তবে যদি নিজেও করা যাবে, এমনকি সবাই সেটা করতে পারে।শুধুমাত্র সময় বাঁচানো এবং সহজতার জন্য যদি সফটওয়্যারের সাহায্য নেয়া হয়, তাহলে সেটা অবশ্যই নাজায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (717,440 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...