আমি কানাডা ভিত্তিক একটি IT কোম্পানিতে "Quality Evaluator/Rater" হিসাবে বাংলাদেশ থেকে কাজ করি। (একদম শেষে কাজের বর্ণনা বিস্তারিভাবে দেওয়া আছে)। এখানে আমার কাজ করার জন্য অনেক ক্যাটাগরি আছে। সাধারণত, আমার কাজ হল বিভিন্ন অনলাইন ভিডিওর উপর ট্রেনিং গাইডলাইন অনুযায়ী যাচাই, মডারেশন ও মূল্যায়ন করা এবং প্রতিবেদন প্রদান করা। এগুলোর ক্ষেত্রে সাধারণত সব ক্যাটাগরির ভিডিও থাকে। আমি বেশির ভাগ ক্ষেত্রে মানুষবিহীন ভিডিও ক্যাটাগরি, শিশু ক্যাটাগরি, সংবাদ ক্যাটাগরির উপর কাজ করি। কিন্তু, সমস্যা হলো, অনিচ্ছাকৃতভাবে মাঝে মধ্যে বেগানা নারী কিংবা নাচ গান যুক্ত ভিডিও চলে আসে। সেসব ক্ষেত্রে আমি ভিডিওর মাঝখানে মাঝখানে গিয়ে গিয়ে দ্রুত ৪-৫ সেকেন্ডের মধ্যে একবার ঘুরে ভিডিওর মূল বিষয়বস্তুর একটা প্রাথমিক ধারণা নিয়ে ফেলি। তারপর ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন বক্স, কীওয়ার্ড ইত্যাদির উপর ভালোভাবে রিসার্চ করে পূর্বের ধারণাটুকু স্পষ্ট করে নিই এবং আমাদেরকে দেওয়া কোম্পানির গাইডলাইন অনুযায়ী বাকি কাজ শেষ করি। এসব ক্ষেত্রে আমি চোখ, কান, অন্তরের হেফাজত করার সর্বোচ্চ চেষ্টা করি। এখন আমার প্রশ্ন হলো,
১. মূলগতভাবে আমার চাকরি হালাল কিনা?
২. উপরোক্ত হারাম সংশ্লিষ্টতার কারণের ইনকাম হালাল হবে কি না?
৩. ২নং এর উত্তর যদি হারাম হয়, তাহলে মূল হালাল থেকে হারামটুকু আলাদা করবো কিভাবে?
আমার কাজ গুলোর ধরন আরো বিস্তারিত ভাবে নিচে যুক্ত করে দিয়েছি:
The tasks often include:
1. Search Engine Evaluation: Assessing the content relevance and quality of search engine results based on specific queries.
2. Content Moderation: Evaluating user-generated content on social media platforms or websites to ensure it complies with community guidelines.
3. Data Annotation: Providing reports and labels to help training machine learning or Artificial Intelligence project models.
4. Language and Linguistic Evaluation: Assessing the accuracy and appropriateness of text content, including spelling, grammar, and language-specific variations.
5. Categorization: Categorizing content or products into predefined categories or taxonomies.
6. Localization Evaluation: Ensuring that contents are culturally and linguistically appropriate for specific regions or languages or age group.
7. Feedback and Reporting: Providing detailed feedback and reports on the assessed content according to the guidelines provided by the platform.
Our company plays a crucial role in improving the quality and relevance of online content and the performance of search engines and algorithms. These tasks help to enhance the user experience and the accuracy of different online platforms.