আসসালামু আলাইকুম,
আমি তালাকের অধিকার ও আমার বলা কিছু বাক্য নিয়ে সন্দেহ নিয়ে প্রশ্ন করছি৷
আমাদের বিয়ের কাবিনে স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া হইছে কিনা আমরা জানি না৷ পরে দেখছি এটা নাকি এমনেই দিয়ে দেয়৷ তো আমি আমার স্বামীকে জিজ্ঞেস করছি সে কসম করে বলছে সে জানত না যে অধিকার দিছে কিনা আর সে আমকে এই অধিকার দেয় নাই দিবে না৷ আমিও বলছি অধিকার থাকলে আমি ফিরিয়ে দিলাম৷
কিন্তু আমাদের সাংসারিক জীবনে তালাক নিয়ে অনেক ঝামেলা হইছে৷ আমি মূলত দোষী সে আমার দায়িত্ব পালন না করায়, আমাকে উঠিয়ে না নেওয়ায় আমার রাগ হলেই বলি " আমকে ছাইড়া দেন, ডিভোর্স দেন, আর পারতেছি না। আমি তালাক চাই৷ কিন্তু সে হাজার বার আমাকে নিষেধ করছে সে তালাক দিবে না, সে আমাকে ছারবে না, ডিভোর্স দিবে না।
আমাকে থামাইতে না পারায় ভয় দেখাইতে মাঝে কিছু কেনায়া বাক্য ব্যবহার করছে যেগুলার ফতোয়া আমি নিছি। তাই পুনরায় বলতেছি না৷
আমার সাথে না পেরে রাগ করে আমাকে থামাইতে মাঝে মাঝে বলছে " আপনার মন চাইলে আপনি দেন গা, "আপনার শখ হইলে আপনি বলেন আমি বলব না," "আপনি বলেন আপনি বললেই হবে" "আপনার মন চাইলে যান গা" "বিয়ে করেনগা আরেকটা" "নিজে গিয়া দেন গা"
১/এসব কথায় কি তালাকের অধিকার দেওয়া হয়?
note**আমি ২দিন আগে জানলাম তালাকের অধিকার ও অনেক ভাবে দেওয়া যায়, আগে না সে জানত সে অধিকার দিছে৷ না আমি জানতাম আমি অধিকার পাইছি, আমি অধিকার কখনো নেই নাই৷
আমি বিভিন্ন সময়ে বলছি আমি থাকতে চাই না,
আমি এই সম্পর্ক চাই না,
মুক্তি চাই,
তালাকে দেন,
ডিভোর্স দেন,
আমাকে ছাইড়া দেন,
আমি আগেই ছাইড়া দিছি,
আমি আপনার কেউ না,
সব শেষ হয়ে গেছে,
তালাক হয়ে গেছে, এই ধরনের অনেক বাক্য, আমার মনে পড়ে না সব। আমার মনে আমার উপর তালাক নেওয়ার বা তালাক দেওয়ার কোন নিয়য় ছিল না৷ আমি শুধু তার কাছে চাইছি৷ কারন আমি এটাই জানতাম যে আমি বললে তালাক হয় না৷ আমার প্রশ্ন হল
২/তালাকের অধিকার পাওয়ার পর এসব কথা নানান সময় বললে কি তালাক পতিত হয়? কোন সময় কি বলছি তা মনে নাই৷
৩/একবার স্পষ্ট বলছিল, "আমি আপনাকে অধিকার দিলাম আপনি দেন৷"" ফোনে এই কথা বলার পর আমি এমন কিছু বলছি বলে আমার মনে পরেনা৷ তখনও বলছি আপনি দেন৷ ১০মিনিট পর সে আবার সেই অধিকার উঠায় নেয়৷ মনে করতে না পারলে এমন কোন কথা হয়ে থাকলে কি তালাক হতে পারে?
আমি ২টা মাস ধরে এই কেনায়া বাক্য আর এখন এই তালাকের অধিকার নিয়ে পাগল প্রায়। সব নষ্ট হয়ে গেছে আমার৷ দয়া করে সাহায্য করবেন।