ইসলামি বিভিন্ন শব্দ যেমন ইবাদাত, তাওহিদ, রিসালাত ইত্যাদি শব্দকে আমরা বাংলায় প্রায় সময় এবাদত, তৌহিদ, রেসালাত, এভাবে উচ্চারণ করি। এমনকি নবি-রাসুলদের নামকেও আমরা অনেক সময় অন্যভাবে লিখি ও বলি। যেমন হযরত মুহাম্মাদ (স.) এর নামকে মোহাম্মদ, মুহম্মদ এভাবে লিখি। উল্লেখ্য সম্প্রতি বাংলা একাডেমি থেকে নাকি বলা হয়েছে যে এটার উচ্চারণ মোহাম্মদ, মুহম্মদ, এই দুইভাবে লিখতে হবে। মুহাম্মাদ লেখা যাবে না। আমার প্রশ্ন হলো, ১.ইসলামি শব্দের অন্য ভাষায় এসে এই উচ্চারণগত পরিবর্তন নিয়ে ইসলাম কী বলে? ২. বাংলা একাডেমি যে কড়াকড়ি আরোপ করলো এমনটা করা ঠিক হচ্ছে কিনা?