ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সাদ সাহেব ও তাবলীগের বিভক্তির করণীয় সম্পর্কে জানতে দারুল উলূম দেওবন্দের একটি ফাতাওয়া বিশেষভাবে উল্লেখযোগ্য,
Fatwa : 78-59/B=2/1440
دارالعلوم دیوبند، اور اس کے ذمہ داران اس مسئلہ میں غیرجانب دار ہیں، کسی ایک گروہ کی جانبداری میں نہیں ہیں۔ ہمارے مہتمم صاحب کا یہ کہنا ہے کہ جس طرح جماعت کے لوگ اللہ کے لئے دین کی دعوت و محنت کرتے چلے آئے ہیں اسی طرح اب بھی کام کریں، ایک دوسرے کی برائی بیان نہ کریں، تو خود ہی اختلاف دور ہو جائے گا۔
জবাবের সারাংশ হল,
দারুল উলূম দেওবন্দ এ বিষয়ে নিরপেক্ষ। কোনো গ্রুপের সাথে দারুল উলূম দেওবন্দের কোনো প্রকার সংশ্লিষ্টতা নাই। দারুল উলূম দেওবন্দ মাদরাসার মুহতামীম সাহেবের ভাষ্য হল, পূর্বে যেভাবে কাজ হয়েছে, লোকজন এখনো সেভাবে কাজ করবে। কেউ কাউকে ভালোমন্দ কিছুই বলবে না। স্বয়ংক্রিয়ভাবে এক সময় এই বিরোধপূর্ণ অবস্থার অবসান ঘটবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/65898
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মাওলানা সা'দ সাহেব,মাওলানা জুবায়ের সাহেব,মাওলানা তারিক জামিল দা:বা এই তিনজন দাঈ আলেমের মধ্যে শেষোক্ত দুইজনকে ফলো করা যায় বলে আপনার ধারণাতে আছে।এখন প্রশ্ন হল, সাদ সাহেব?
এই সম্পর্কে আমরা এতটুকু বলবো যে, সাদ গ্রুপকে তো দারুল উলূম দেওবন্দ বাতিল বলেনি। হ্যা, সংশোধন করার পরামর্শ দিয়েছে। তাই আপনার বর্ণিত পাত্রের অন্য সবকিছু ঠিক থাকলে, আপনি এই প্রপোজাল গ্রহণ করতে পারেন।