যদি মাযহাবের চারটা ইমামের যে মোটা বেশি গ্রহণযোগ্য বলে মনে হয় সেটা মানে অথবা যে মতটিতে ৪জন ইমামের বা ৩জন ইমামের মত পাওয়া যায় ওটাই মেনে চলা,,,, এটা কি সঠিক হবে?
উপরোক্ত বিষয়টি আমার এক বান্ধবী মেনে চলে আমি তাকে বুঝাতে চেয়েছিলাম,,, আমাদের চারটা মাযহাবের মধ্যে কোন একটি মাযহাব মেনে চলা আমাদের জন্য উত্তম,,, কারণ কোন গন্তব্যে পৌঁছাতে হলে একটি পথ দিয়ে যেতে হয়,,, আমার বোঝার মধ্যে কোন ভুল থাকলে মাফ করবেন আমি আমার স্বল্প জ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করেছি,,,, আমি যতোটুকু জানি যে কোন একটি মাযহাব মানা আমাদের জন্য উত্তম তাই তাকে বুঝাতে চেয়েছিলাম এখন আমার প্রশ্ন হল যে পদ্ধতি মেনে চলছে এটা কি সঠিক হবে?
একটি মাযহাব কেন মানা উচিত এ বিষয়ে ডিটেলস জানতে চাই....