আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ উস্তাদ,,
১/
নেফাসের পর দীর্ঘ ১০মাস পর সাদা স্রাবের সাথে ১ বিন্দু পরিমাণ রক্ত দেখা যায়,,,হায়েজের কোন লক্ষন না থাকায় বেশি গুরুত্ব দেয় নি,,,৩ অথবা ৪ ঠিক মত মনে করতেও পারছি না ওয়াক্তের নামাজ পড়ে ফেলেছি,,,পরে দেখা যায় সত্যি সত্যি হায়েজ শুরু হয়েছে,,
এখন আমার প্রশ্ন হচ্ছে,অই আদায়কৃত নামাজ গুলা কি আমি পুনরায় আদায় করব?নামাজ গুলা কি আমার উপর ওয়াজিব হয়ে গেছে??
২/একজন ((প্রবাসী - ডিউটি শেষ করে দুপুরে ঘুমিয়েছে) রমজান মাসে, ঘরে আলো কম থাকায়, ঘুম থেকে উঠে বিকেল ৪ টা কে ভোর ৪ টা ভেবে (সাহরীর শেষ সময়)পানি খেয়ে ফেলেছিল।
এখন কি উনাকে পুনরায় রোযা টা রাখতে হবে?