بسم الله الرحمن الرحيم
জবাবঃ-
https://www.ifatwa.info/19995 নং ফাতাওয়ায় আমরা
বলেছি যে,
ইবনে আবেদীন শামী রাহ লিখেন,
অপবিত্রতা তিন প্রকারের হতে পারে।যথা-
(১)পবিত্র জিনিষ হয়তো নাজাসতের অংশকে চুষে নিবে
না যেমন পাথর বা তামার পাত্র কিংবা চিনির পাত্র।
(২) অথবা নাজাসতের অংশকে সামান্য আকারে চুষে নিবে, যেমন, শরীর ইত্যাদি।
(৩) অথবা বেশী পরিমাণে নাজাসতের অংশকে চুষে নিবে।
(প্রথম প্রকারের হুকুম) প্রথম অবস্থায় দৃশ্যমান
নাজাসতের ক্ষেত্রে শুধুমাত্র নাজাসতকে দূর করে নিলেই তা পবিত্র হয়ে যাবে। আর অদৃশ্যমান
নাজাসতের ক্ষেত্রে তিনবার ধৌত করে নিলেই তা পবিত্র হবে।
(দ্বিতীয় প্রকারের হুকুম) দ্বিতীয় প্রকারের হুকুমও প্রথম প্রকারের মত।
(তৃতীয় প্রকারের হুকুম) যদি নিংড়ানো সম্ভব হয়, তাহলে নিংড়াতে হবে।যেমন কাপড়কে নিংড়িয়ে ধৌত করা হয়ে থাকে। সুতরাং
এ প্রকারের নাজাসতকে দূর করার দ্বারাই কাপড় পবিত্র হয়ে যাবে, অথবা তিনবার ধৌত করার দ্বারা তা পবিত্র হবে। আর যদি নিংড়ানো সম্ভব না হয়,
যেমন চাটাই ইত্যাদি, যদি জানা যায় যে, উক্ত জিনিষ নাজাসতকে চুষে নেয়নি, তাহলে বাহ্যিকভাবে নাজাসতকে
দূর করার দ্বারাই তা পবিত্র হয়ে যাবে। অথবা নিংড়ানো ব্যতিত তিন বার ধৌত করার দ্বারাই
তা পবিত্র হয়ে যাবে। আর যদি জানা যায় যে, উক্ত জিনিষ নাজাসতকে
চুষে নিয়েছে, তাহলে ইমাম মুহাম্মদ রাহ এর মতে উক্ত জিনিষ কখনো
পবিত্র হবে না। এবং ইমাম আবু-ইউসুফ রাহ এর মতে তিনবার পানি দ্বারা ধৌত করতে হবে,
এবং প্রত্যেকবার শুকাতে হবে।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
শরীরে বা পরিধানকৃত কাপড়ে
নাপাক শুকনো কাপড়ের ছোয়া লাগলে শরীর বা কাপড় নাপক হবে না। সুতরাং প্যান্ট বা ট্রাউজারে ভিজা মশা , মাছি বা ঘর্মাত্নক হাত
লাগলেও নাপাক হবে না। কারণ, এগুলির আদ্রতা সাধারণত এত বেশী হয় না যা প্যান্ট বা ট্রাউজারে
ভিজিয়ে আন্ডার প্যান্ট পর্যন্ত পৌছায়।
যদি সব সময় আপনার ফোটা ফোটা মযী বের হতেই থাকে তাহলে দেখতে হবে
যে, আপনি মাযূর কি না? যদি আপনি মাযূর হয়ে থাকেন তাহলে মাজূর ব্যক্তির
বিধান হল, প্রতি নামাযের
সময় হবার পর একবার অজু করা আবশ্যক। পরের নামাযের সময় আসা পর্যন্ত অজু মযী বের হওয়া ছাড়া অজু ভঙ্গের আর কোন কারণ না হলে অজু ভঙ্গ
হবে না। বরং উক্ত অজু দিয়ে যত ইচ্ছে নামায পড়া যাবে, কুরআন তিলাওয়াত ইত্যাদি সব ইবাদতই করা যাবে। মন ছোট করা বা নিজেকে
নাপাক মনে করার কোন প্রয়োজন নেই। আরো বিস্তারিত জানতে ভিজিট
করুন: https://ifatwa.info/85710/