ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আপনি যদি পূর্ণ বিশ্বাস রাখেন যে, আল্লাহ তো আমাকে এটা অবশ্যই দিবেন যদি আমার জন্য কল্যানকর হয় ,আপনি মাঝে মাঝে দৃঢ় বিশ্বাসের জন্য নিজে নিজেই ভেবে অনেক বেশি আনন্দ পান যে, আমি আল্লাহর কাছে ইটা চেয়েছি তিনি অবশ্যই আমাকে তা দিবেন ,এবং এটা পাবার আনন্দটা আপনি প্রথমেই উপভোগ করে নেন, তাহলে এটা না জায়েয হবে না। পেয়ে গেছেন ভেবে এই কল্পনা আপনার জন্য গোনাহ হবে না।
(২)
এ সমস্ত রেওয়াত প্রমাণ করে যে,গজল বা ইসলামী সংগীত যদি ভালো অর্থবোধক হয়, তাহলে আবৃত্তি করা, শ্রবণ করা জায়েয আছে।চায় একক কন্ঠে হোক বা সম্মিলিত কন্ঠে হোক।
তবে কয়েকটি মূলনীতিকে অত্যাবশ্যকীয়ভাবে লক্ষ্য রাখতে হবে।
(১)মিউজিক থাকতে পারবে না।
(২)অত্যাধিক মনযোগ প্রদান করা যাবে না।যার দরুণ ফরয ওয়াজিব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
(৩)মহিলাদের কন্ঠে হতে পারবে না,এবং অশ্লীল বা হারাম কথাবার্থা তাতে থাকতে পারবে না।
(৪)ফাসিক,এবং উদ্ভ্রান্তদের কন্ঠে হতে পারবে না।
(৫)এমন কোনো আয়োজন হতে পারবে না, যা মিউজিকের মত মনে হয়।
(৬)গান যেভাবে মানুষকে আকৃষ্ট করে,ফিতনায় পতিত করে, সে রকম কোনো কন্ঠ হতে পারবে না।
অথচ বর্তমানে প্রচলিত অনেক শে'র, গজলে এমনটাই লক্ষ্য করা যায়।আজকালের শ্রুতাগণ অর্থের দিকে খেয়াল না করে, তারা কন্ঠ এবং ভাবভঙ্গির দিকেই বেশী খেয়াল করে গজল বাছাইরকরে।এত্থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।(ফাতহুল বারী-১০/৫৫৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1898
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নাশিদ /গজল তো গানের সুরের মতো হলে, সেগুলো শুনা জায়েয হবে না।
(৩)ভেজা চুল শুকানোর জন্য ঘরে চুল খোলা রাখা যাবে। হ্যা, গায়রে মাহরামের সামনে মাথা ঢাকা ফরয।এমনকি একাকি মুহূর্তেও মাথা ঢেকে রাখা উচিৎ।কেননা তখনও তো ফিরিশতারা আশপাশে থাকতে পারেন।
(৪)একজন মানুষ সারাজীবন সর্বদা আল্লাহর জিকির করলো কিন্তু কখনো সালাত আদায় করলোনা , তাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে।কেননা কবরে প্রথমেই নামায সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে।
(৫) (ক) মায়ের নামে কেউ একটা কথা বললো আর আমি তা শুনলাম এবং মাক এসে বললাম "মা যেন উনি তোমার কথা এভাবে বলছেন" তাহলে এটাও গীবতের অন্তর্ভুক্ত হবে।
(খ) খালামনি অথবা নানী অথবা অন্য কোনো আপনজনের কোনো কোথায় কষ্ট পেলে মাকে যদি এসে বলি "'জানো মা আমাকে এভাবে বলেছে আমার অনেক খারাপ লেগেছে" কষ্টগুলো মাকে বলে হালকা হওয়া ,এটাও গীবতের অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ নারাজ হবেন।