আলহামদুলিল্লাহ।
আমার আগের প্রশ্নের উত্তর পেয়েছি। প্রশ্নের লিংক:
https://ifatwa.info/85468/
মুফতি সাহেব অসংখ্য ধন্যবাদ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার স্ত্রীর আরেকটা কনফিউশন হচ্ছে। প্রশ্নে লিখেছিলাম আমি বলেছি, "'ওইসব হুজুরদের কথা বিশ্বাস করলে আমাদের ডিভোর্স হয়ে গেছে, চলে যাও।"
কিন্তু আমার স্ত্রীর ধারনা আমি বলেছি, "যদি, ওইসব হুজুরদের কথা বিশ্বাস করো আমাদের ডিভোর্স হয়ে গেছে, চলে যাও।"
যদিও আমার পরিষ্কার মনে আছে আমি 'যদি' শব্দটা বলিনি।
প্রশ্ন হচ্ছে 'যদি' শব্দ বলার দ্বারা তালাক হবে কিনা?
দয়া করে উত্তর দিলে কৃতজ্ঞ থাকব।